বিশ্বের প্রথম 


১.মানুষ প্রথম চন্দ্রপৃষ্ঠে পদার্পণ করে কে এবং কবে?

উত্তর: নিল আর্মস্ট্রং (২০ জুলাই ১৯৬৯)

২. প্রথম মহাকাশ ভ্রমন করেন কে এবং কত সালে?

উত্তর: ইউরি গ্যাগরিন (১২ এপ্রিল ১৯৬১)

৩.প্রথম নারী মহাকাশচারীর নাম কী?

উত্তর:ভ্যালেনটিনা তেরেস্কোভা(১৯৬৩ সালের ১৬ জুন)

৪.প্রথম নর্থ পোলে পৌছায় কে?

উত্তর: রবার্ট পিয়ারী (১৬ এপ্রিল ১৯০৯ সালে)

প্রথম নারী নর্থ পোলে পৌছায় এন বেনক্রোফ্ট ১৯৮৬ সালে।

সাধারণ জ্ঞান -বিশ্ব



৫. সর্বপ্রথম এভারেস্ট বিজয়ীর নাম কী?

উত্তর:শেরপা তেনজিং নরগে (নেপাল)

স্যার এডমান্ড হিলারী (নিউজিল্যান্ড)

প্রথম নারী এভারেস্ট জয়ী জাংকো তাঁবেয়ী(জাপান,১৯৭৫)

৬. প্রথম কে পুরো পৃথিবী ঘোরেন?

উত্তর: পুরুষ: জুয়ান সেবেস্টিয়ান,এলকেনো(১৫১৯-১৫২২)

নারী: জিনে বারেট (১৭৬৬-১৭৬৯)

৭.প্রথম কে এবং কেন নোবেল পুরষ্কার পেয়েছে? 

উত্তর: ১৯০১ সালে হেনরী ডুনান্ট (সুইজারল্যান্ড) এবং ফ্রেডরিক প্যাসি(ফ্রান্স) শান্তিতে নোবেল পান।


প্রথম নারী নোবেলজয়ীর নাম মেরি কুরি। মেরি কুরি ১৯০৩ সালে  ফিজিক্সে নোবেল পান।


৮.প্রথম অলিম্পিক গেমস বিজয়ী পুরুষের নাম কী?

উত্তর:জেমস কনোলী (৬ এপ্রিল ১৮৯৬ সালে)

৯. প্রথম অলিম্পিক বিজয়ী নারী কে?

উত্তর:হেলেন ডি পোর্টালেস(সুইজারল্যান্ড)


১০.কোন দেশ প্রথম প্রিন্টেড বই বের করে?

উত্তর:চীন

১১.কোন দেশ কাগুজে টাকার প্রচলন করে?

উত্তর:চীন

১২.সিভিল সার্ভিস নিয়োগে প্রথম প্রতিযোগীতা মূলক পরীক্ষা পদ্ধতি চালু করে কোন দেশ?

উত্তর: চীন।

১৩. বৃটেনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উত্তর:রবার্ট ওয়ালপোল।

১৪. প্রথম বিশ্বকাপ ফুটবল বিজয়ী দেশের নাম কী?

উত্তর:উরুগুয়ে।

১৫.প্রথম কোন দেশ তার রাষ্ট্রের জন্য সংবিধান তৈরি করে?

উত্তর:ইউএসএ

১৬.প্রথম প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করে কোন দেশ? 

উত্তর: বাংলাদেশ (২০০২ সালে)।



আরো পড়ুন 

ভালো রড চেনার উপায় 


Previous Post Next Post