দুটি ভয়ানক অজানা তথ্য জানুন
ক. পাতলা পুরুত্বের প্লাস্টিক বোতল প্রাকৃতিকভাবে মাটির সাথে মিশে যেতে ৪৫০-৫০০ বছর পর্যন্ত সময় লাগে।আর বেশি পুরুত্বের প্লাস্টিকের জিনিস পঁচে যেতে ১০০০ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
খ. দুনিয়া জুড়ে প্রতি দিন হাজার হাজর টন প্লাস্টিকের বর্জ্য নদী সমুদ্র ও সাগরে পতিত হচ্ছে। আর একারণে প্রতি বছর প্রায় ১০ লক্ষাধিক সামুদ্রিক প্রাণীর মৃত্যু হচ্ছে।গবেষকরা বলছেন ২০৫০ সাল নাগাদ পৃথিবীর সমস্ত সামুদ্রিক প্রাণী প্লাস্টিক খাবে।আর সেখান থেকে প্লাস্টিক মানুষের শরীরের মধ্যে চলে যাবে।
কি ভয়ানক তথ্য! একটু ভাবুন কীভাবে আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছি।
হয়ত খুব দ্রুত পৃথিবীটা বসবাসের অযোগ্য হয়ে যাবে।যে হারে মানুষ প্লাস্টিকের পন্য উৎপাদন শুরু করেছে তা নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো পৃথিবী এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে।শুধু তাই নয় শিল্প কল-কারখানার বর্জ্য সমানভাবে দায়ী।আমরা ভাবতেও পারছি না মানবজাতি কীভাবে নিজেকে বিপন্ন করে ফেলছে।
No comments:
Post a Comment