foreign ministry personal officer question solution 2022
Bpsc non cadre jobs question solution 2023
Bpsc mcq question solution, Bangladesh public service Commission non cadre mcq question solution 2022
বিপিএসসি এমসিকিউ প্রশ্ন সমাধান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ব্যাক্তিগত কর্মকর্তা নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২.
bpsc personal officer 2022
দেশের সেবা কর এটি কোন কারকে কোন বিভক্তি?
সম্প্রদান
কোনটা আহসান হাবিবের কাব্যগ্রন্থ?
রাত্রিশেষ
বাল্মিকী শব্দের অর্থ কী?
উইপোকার ঢিবি।
এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে অরিন্দম কে?
উত্তর: মেঘনাদ
নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটা?
উত্তর: প্রত্যয়।
অরন্যে রোদন না বলে বনে ক্রন্দন বললে বাক্যে কী হারাবে?
উত্তর: যোগ্যতা।
আমি বিজয় দেখেছি কার লেখা?
উত্তরঃ এম আর আখতার মুকুল।
ফুল্লুরার বারোমাস্যা কোন মঙলকাব্যের অন্তর্গত?
উত্তর: চন্ডীমঙ্গল কাব্যের।
বাংলা ছোট গল্পের পথিকৃৎ কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
হৃদয়াবেগ প্রকাশ কোন চিহ্ন ব্যবহার হয়?
উত্তর:বিশ্ময়সূচক
এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির-কাবা নাই কার লেখা?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
অনিষ্ট করতে গিয়ে ভালো কিছু করাকে কী বলে?
উত্তর: শাপে বর
নীলদর্পন কোন ধরনের লেখা?
উত্তর: নাটক।
লুইপা কোন যুগের কবি?
উত্তর: প্রাচীন যুগের।
বচন শব্দের অর্থ কী?
উত্তরঃ সংখ্যার ধারণা।
কবর কবিতার রচয়িতা কে?
উত্তর: জসিমউদদীন
শ্যামল পদে এর বিশেষ্য কোনটা?
উত্তর: শ্যমলী।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের অব্যয়?
উত্তর: অনুকার অব্যয়।
অন্য ঘরে অন্য স্বর কার লেখা?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস।
বনফুল কার ছদ্মনাম?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়।
"আমার দেখা নয়া চীন" গ্রন্থের লেখক কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রশ্ন: যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী-কার লেখা
উত্তর: আবদুল হাকিম।
মাথা খাও, পত্র দিতে ভুলো না।এখানে মাথা খাও অর্থ কী?
উত্তর: দিব্যি দেয়া।
অবদান ও অবদান শব্দের অর্থ কী?
উত্তর: সৎকর্ম ও মনোযোগ।
শোনামাত্র যার মুখস্থ হয় তাকে কী বলে?
উত্তর: শ্রুতিধর
জয়সূচক উৎসব কে কী বলে?
উত্তর: জয়ন্তী।
কবর নাটকটি কার রচিত?
উত্তর: মুনির চৌধুরী
English
English Translation: বলা সহজ কিন্তু করা কঠিন।
উত্তর: Easier said than done.
অন্যের দোষ ধরো না এর ইংরেজি কী?
উত্তর: Do not find faults with others.
২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে
রাষ্ট্রসমুহ বৈশ্বিক গড়ে তাপমাত্রা শিল্পযুগের তুলনায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি রোধ করতে সম্মত হয়েছে?
উত্তর: ২.০ ডিগ্রি সেলসিয়াস।
নখে কোন প্রোটিন থাকে?
উত্তর: ক্যারোটিন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন?
উত্তর: William A.S ouderland.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ ৬ দফা দাবী উত্থাপিত করেন কত সালে?
উত্তর: ১৯৬৬ সালে।
দানিউব নদী কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: ইউরোপে।
১৯৭১ সালে ১ আগস্ট পন্ডিত রবিশংকর এবং জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয়?
উত্তর: নিউইয়র্ক।
বর্তমান বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত ডলার?
উত্তর:২৫৯১ ডলার।
নির্মানাধীন মাতার বড়ি গভীর সমুদ্র বন্দর কোথায়?
উত্তর: মহেশখালী উপজেলায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর কোথায়?
উত্তর: জেনেভা।
Long walk to freedom গ্রন্থের লেখক কে?
উত্তর: নেলসন ম্যান্ডেলা।
২০২১ সালে বিশ্ব সুন্দরী কে হয়েছেন?
উত্তর:হারনাজ সান্ধু।
অস্থায়ী সরকার গঠন করা হয় কবে?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১ সালে।
দহগ্রাম ছিটমহল কোন জেলার অংশ?
উত্তর: লালমনিরহাট জেলার।
কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কুলে একই পাঠ পাওয়া যায়?
উত্তর: -৪০ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়?
উত্তর: স্পেস এক্স
বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে কোন সালে উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত হবে?
উত্তর: ২০২৬ সালে।
মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি ওরা এগারো জন এর পরিচালক কে?
উত্তর: চাষী নজরুল ইসলাম।
আজাদ হিন্দ ফৌজ এর সর্বাধিনায়ক কে?
উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু।
কোন হরমোন শরীর ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে?
উত্তর: থাইরোক্যালসিটোনিন।
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটা?
উত্তর: শ্বসন
বায়ুমন্ডলে শতকরা কতভাগ কার্বন ডাই অক্সাইড?
উত্তর: ০.০৩ ভাগ।
বঙ্গভ্যক্স ভ্যাকসিনের উদ্ভাবক কোন দেশ?
উত্তর: গ্লোব বায়োটেক।
মালয়েশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: রিংগিত।
বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত?
উত্তর: গাজীপুর।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে রয়েছে?
উত্তর: ২১
কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
উত্তর:সুইজারল্যান্ড
The poem ozymandias is written by
Ans: P.B shelley
It was ------ cold in winter.
Ans: bitter.
The antonym of the word 'blame' is
Ans: Thank
"Nota bene" means
Ans: mark well.
Too many cooks spoil the....
Ans: broth
He speaks as though he------ very angry.
Ans: were.
Correct spelling
Ans: Beureacrat
"Youth like summer morn" ---- can be example of
Ans: simile.
Who is the greatest modern English dramatist?
Ans: George Bernard show.
Who composed the lliad?
Ans: Homer.
The word friendly is---
Ans: Adjective
Correct sentence:
I insist that he will go there.
In the nick of time means
Ans: in appropriate time.
Which word is plural?
Ans: criteria.
Niche means
Ans: Hollow.
There is no exception ----this rules.
Ans: To
Correct sentence
I have already read this book twice.
They have to write -------this weekend.
Ans: A one thousand-words paper.
The old road goes -----the village.
Ans: Through.
The work was done -----haste.
Ans: In
Passive form :
They are going to lock the gate at 7 O' clock.
Ans: The get i's going to be locked 7 o'clock.
Verb of the word height.
Ans: heighten
I had my rice -----
Ans: cooked.
1 comment:
এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেতাজির বাণী পড়তে আমাদের ওয়েবসাইট ভিসিট করুন।
Post a Comment