মহাসাগর
আপনি জানেন কী?
পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে?
উত্তর হলো পাঁচটি মহাসাগর রয়েছে। সেগুলো নাম
ক. ভারত মহাসাগর
খ.প্রশান্ত মহাসাগর
গ.আটলান্টিক মহাসাগর
ঘ.দক্ষিণ মহাসাগর
ঙ. আর্টিক মহাসাগর
এই মহাসাগরগুলো পৃথিবীর মোট আয়তনের ৭০.৯ ভাগ জায়গা দখল করে আছে।মহাসাগরে লবনের পরিমান প্রায় ৩.৫ ভাগ।
পৃথিবীর বায়ুমন্ডলের শতকরা ০.৬৮% পানি ভূগর্ভ ধারণ করে।
পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগরের। আর এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। গভীরতা প্রায় ৩৬১৯৯ ফুট।
No comments:
Post a Comment