লাইট হাউজ কী?
সমুদ্রের তীরবর্তী কোন খোলা জায়গায় সুউচ্চ মিনারের শীর্ষ আগুন জ্বালিয়ে অথবা বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখার স্থাপত্যকে লাইট হাউজ বলে।
লাইট হাউজ কেন ব্যবহার করা হয়?
সমুদ্রের নাবিক ও সমুদ্রে বিচরণকারী জাহাজ,লঞ্চ, স্টীমারকে পথ চেনাতে এবং বিপদ সংকেত দেয়ার জন্য সমুদ্রের তীরবর্তী কোন খোলা জায়গায় লাইট হাউজ তৈরি করা হয়।
প্রাচীনকাল থেকে সমুদ্র যোদ্ধা, নিরাপত্তা রক্ষী ও ব্যবসায়ীদের নিরাপত্তা এবং পথ দেখাতে লাইট হাউজ ব্যবহার হয়ে আসছে।
পৃথিবীর সবচেয়ে পুরনো ও বিখ্যাত লাইট হাউজটি আছে মিশরে।
যা আজ থেকে ২৩০০ বছর পূর্বে মিশরে আলেকজেন্দ্রিয় সাম্রাজ্যের সময় তৈরি করা হয়েছিল। প্রাচীনকালে লাইট হাউজের শীর্ষে কাঠ পুড়িয়ে আগুন জ্বালানো হতো।কিন্তু এখন উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক বাল্ব,বেতার তরঙ্গ, ও উচ্চ সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়।
No comments:
Post a Comment