প্রাথমিক সহকারী শিক্ষক প্রশ্ন সমাধান ২০২২ প্রথম
প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২
If the price is low demand ----
Ans: Will increase
সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি-- কার লেখা?
উত্তর: মোদনমোহন তর্কালংকার
There is ------ milk in the bottle.
Ans: A little.
GI পন্য হিসাবে ইলিশ কবে স্বীকৃতি পায়?
উত্তর: ১৭ আগস্ট ২০১৭
SDG এর কোন অভিষ্টটি প্রথম শিক্ষার সাথে সম্পর্কিত?
উত্তর: ৪
যার বংশ পরিচয় ও স্বভাব কেউ জানে না তাকে কী বলে?
উত্তর: অজ্ঞাতকুলশীল
What is an Epic?
উত্তর: A long poem
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
সূর্য পূর্ব দিকে উদিত হয়।
কার্যে বিরতি অর্থে কোন বাগধারা প্রযোজ্য?
উত্তর: হাতগুটানো
পানিতে কোন রাসায়নিক উপাদান এর কারণে শ্যাওলা জমে?
উত্তর: ফসফেট ও নাইট্রোজেন।
আমার ঘরের চাবি পরের কাছে গানটি কার রচনা?
উত্তর: লালন শাহ
অনির্বচনীয় এর অর্থ কী?
উত্তর: বর্ণনাতীত
অনুগমন এর ব্যসবাক্য কোনটি?
উত্তর: গমনের পশ্চাৎ
To break the Ice means
Ans: To start a conversation.
মেধাবী শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তর: মেধা+বিন্
খনার বচনে প্রাধান্য পেয়েছে?
উত্তর: কৃষি
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম?
উত্তর: ৭ম
Correct Spelling
Ans: Assignment
কল কল রবে নদী বইছে- এখানে কল কল কোন ধরনের অব্যয়?
উত্তর: অনুকার
রুপসার ঘোলা জলে হয়ত কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়- কবিতার চরণে কবি কোন রুপসার কথা বলেছেন?
উত্তর: রূপসী বাংলা
আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটা?
উত্তর: বিসর্জন
কোনটা বিদেশি শব্দ?
উত্তর: কাঁচি
কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন বলা হয়?
উত্তর: আমেরিকা
জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক দিবস কবে পালিত হয়?
উত্তর: ২ এপ্রিল
agomoni school is one of the best ---- in the city.
Ans: Schools
বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কবে?
উত্তর: ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে
The principle will------ the answer scripts.
Ans: look over
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধি স্থল কোথায়?
উত্তর: রাঙামাটি
অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: অহঃ+অহ
I look forward to---
Ans: hearing from you soon.
I water the plant. The word water is used as ----
Ans: Verb
"Once in a blue moon" means
Ans: very rarely
মাতৃভাষায় যাহার ভক্তি নাই, সে মানুষ নহে- উক্তিটি কার?
উত্তর: মীর মোশাররফ হোসেন
Correct spelling:
Ans: Bureau
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র SDG এর অভীষ্ট লক্ষ্য কয়টি?
উত্তর: ১৭ টি।
বাঙালী জাতির মুক্তির সনদ ৬ দফা দাবীর ২য় দফা কোনটার সাথ সম্পর্কিত?
উত্তর: কেন্দ্রীয় সরকার
বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?
উত্তর: অষ্টম
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
উত্তর: ২০১১ সালে।
প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
উত্তর: রাষ্ট্রপতি
Learn the poem --- heart.
Ans: By
Leave a Comment