Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

প্রাথমিক সহকারী শিক্ষক প্রশ্ন সমাধান ২০২২ প্রথম

 প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২


If the price is low demand ----

Ans: Will increase 


সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি-- কার লেখা?

উত্তর: মোদনমোহন তর্কালংকার


There is ------ milk in the bottle. 

Ans: A little. 

GI পন্য হিসাবে ইলিশ কবে স্বীকৃতি পায়? 

উত্তর: ১৭ আগস্ট ২০১৭

SDG এর কোন অভিষ্টটি  প্রথম শিক্ষার সাথে সম্পর্কিত?

উত্তর: ৪


যার বংশ পরিচয় ও স্বভাব কেউ জানে না তাকে কী বলে?

উত্তর: অজ্ঞাতকুলশীল


What is an Epic?

উত্তর: A long poem

নিচের কোন বাক্যটি শুদ্ধ? 

সূর্য পূর্ব দিকে উদিত হয়।

কার্যে বিরতি অর্থে কোন বাগধারা প্রযোজ্য? 

উত্তর: হাতগুটানো 


পানিতে কোন রাসায়নিক উপাদান এর কারণে শ্যাওলা জমে?

উত্তর: ফসফেট ও নাইট্রোজেন।

আমার ঘরের চাবি পরের কাছে গানটি কার রচনা?

উত্তর: লালন শাহ

অনির্বচনীয় এর অর্থ কী? 

উত্তর: বর্ণনাতীত 

অনুগমন এর ব্যসবাক্য কোনটি?

উত্তর: গমনের পশ্চাৎ

To break the Ice means 

Ans: To start a conversation. 

মেধাবী শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

উত্তর: মেধা+বিন্

খনার বচনে প্রাধান্য পেয়েছে? 

উত্তর: কৃষি 


ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম? 

উত্তর: ৭ম

Correct Spelling 

Ans: Assignment 

কল কল রবে নদী বইছে- এখানে কল কল কোন ধরনের অব্যয়?

উত্তর: অনুকার


রুপসার ঘোলা জলে হয়ত কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়- কবিতার চরণে কবি কোন রুপসার কথা বলেছেন?

উত্তর: রূপসী বাংলা


আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটা?

উত্তর: বিসর্জন 

কোনটা বিদেশি শব্দ? 

উত্তর: কাঁচি 

কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন বলা হয়?

উত্তর: আমেরিকা 


জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক দিবস কবে পালিত হয়? 

উত্তর: ২ এপ্রিল 


agomoni school is one of the best ---- in the city. 

Ans: Schools 


বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কবে? 

উত্তর: ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে

The principle will------ the answer scripts.

Ans: look over

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধি স্থল কোথায়?

উত্তর: রাঙামাটি 


অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 

উত্তর: অহঃ+অহ

I look forward to---

Ans: hearing from you soon.


I water the plant. The word water is used as ----

Ans: Verb


"Once in a blue moon" means

Ans: very rarely 

মাতৃভাষায় যাহার ভক্তি নাই,  সে মানুষ নহে- উক্তিটি কার? 

উত্তর: মীর মোশাররফ হোসেন 

Correct spelling: 

Ans: Bureau

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র SDG এর অভীষ্ট লক্ষ্য কয়টি?

উত্তর: ১৭ টি।

বাঙালী জাতির মুক্তির সনদ ৬ দফা দাবীর ২য় দফা কোনটার সাথ সম্পর্কিত?

উত্তর: কেন্দ্রীয় সরকার


বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন? 

উত্তর: অষ্টম 


জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? 

উত্তর: ২০১১ সালে।

প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

উত্তর: রাষ্ট্রপতি 


Learn the poem --- heart.

Ans: By


কোন মন্তব্য নেই: