Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ থেকে বাঁচার উপায় কী?

 ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ থেকে বাঁচার উপায়


সহজ ভাষায় বলতে গেলে,ফ্রিজে একটি কম্প্রেসর থাকে আর  রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার হয় যা ফ্রিজের তাপ শোষণ করে ফ্রিজকে ঠান্ডা রাখে আর  কনডেনসার  ও ইভাপোরেটর থাকে।তো কম্প্রেসরের কাজ হলো রেফ্রিজারেন্ট স্টোরেজ থেকে রেফ্রিজারেন্ট গ্যাস টেনে (সাকশন এবং কম্প্রেশন) কন্ডেন্সারে পাঠানো।এই সময় রেফ্রিজারেন্ট উচ্চ তাপ ও চাপে কনডেনসার কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে। যদি কোন কারণে কম্প্রেসর  কন্ডেন্সার কয়েলে গ্যাস প্রবাহে বাঁধা পায় অর্থাৎ কয়েল ব্লকড হয়ে যায় তাহলে উচ্চতাপ ও চাপের কারণে কম্প্রেসর বিকট শব্দে প্রচুর শক্তিতে ফেটে যায়।আমরা জানি প্রেসার বাড়লে তাপও বাড়ে। আর এই বিস্ফোরণের ফলে দরজা-জানালা এমনকি কংক্রিটের দেয়াল বা সিলিং পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।


রোধ করার উপায়:

যখন ফ্রিজ কম্প্রেসর চলমান থাকে তখন স্বাভাবিক একটি শব্দ হয়। যদি খট খট বা খস খস কাটা কাটা শব্দ হয় কিংবা একেবারে স্বাভাবিক শব্দও বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে কম্প্রেসর গ্যাস প্রবাহে বাঁধা পাচ্ছে।তখন কনডেনসার কয়েল সার্ভিসিং করতে হবে।কয়েল আটকে গেছে কিনা দেখে ব্যবস্থা নিতে হবে।  


©আব্দুর রহমান শিপুল 

No comments: