Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২২/০৬/২০২২

পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বন্যা যেগুলো

 world record floods ever
পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বন্য

আজ থেকে প্রায় ১৮০০০ বছর পূর্ব প্রাচীন সাইবেরিয়াতে ভয়াবহ এক বন্য হয়েছিল। ১৯৯৩ সালে এটা সম্পর্কে প্রথম জানা যায়। ভয়াবহ এই বন্যার পানি ১৬০ কি.মি পর্যন্ত বিস্তৃত হয়েছিল ও এর পানির  গভীরতা ছিল ৪৯০ মিটার।

পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বন্যা যেগুলো


চীনের ভয়াবহ যত বন্যা

পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বন্যা কোথায় হয়েছিল জানেন? বন্যায় সবচেয়ে প্রাণহানি কোথায় ঘটেছে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় ও মারাত্মক বন্যাগুলো হয়েছিল চিনে।এতে অগণত মানুষ মারা যায়। 

১৯৩১ সালের বন্যায় চিনে ৫ লক্ষ থেকে ৪০ লক্ষ লোক মারা যায়। ১৮৮৭ সালে চিনের ইয়েলো রিভার বন্যায় ৯ লক্ষ ২০  লক্ষ লোক মারা যায়। ১৯৩৮ সালের ইয়েলো রিভার বন্যায় ৫ লক্ষ থেকে ৮ লক্ষ লোক মারা যায়। 

১৯৭৫ সালের বন্যায় চিনে ২ লক্ষের বেশি মানুষ মারা যায়। 

১৯৪৫ সালের বন্যায়  দেড় লাখ মানুষ মারা যায়।