পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় যেখানে 

গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কম্বোডিয়াতে। প্রতি বছর ৩২৪০ মি.মি বৃষ্টি হয় এখনে।

এরপর Sao tome   প্রতি বছর ৩২০০ মি.মি বৃষ্টি হয়। আর তৃতীয় অবস্থানে আছে পাপুয়ানিউগিনি। এখনে বছরে ৩১৪০ মি.মি বৃষ্টি হয়। আর আমাদের বাংলাদেশ রয়েছে ১০ নম্বর স্থানে।প্রতি বছর বাংলাদেশে ২৬৬৬ মি.মি বৃষ্টি হয়। 

Previous Post Next Post