সুপার চার্জার ও টার্বোচার্জার এর কাজ
সুপার চার্জার ও টার্বোচার্জার
সুপার চার্জার এর কাজ কী?
বায়ুমন্ডলের বাতাসের চাপের চেয়ে অধিক চাপে ইঞ্জিনে বাতাস বা বাতাস ও জ্বালানি প্রবেশ করানোর কাজে সুপার চার্জার ব্যবহার করা হয়।
সমুদ্রপৃষ্ঠ হতে উঁচু স্থানে যেখানে বাতাস কম থাকে যেমন পাহাড়-পর্বত,বিমান বা এরোপ্লেনে ইঞ্জিন সাকশনে বাতাস প্রবেশ করাতে সুপার চার্জার ব্যবহার হয়।
সেন্ট্রিফিউগাল সুপার চার্জারকে এগজস্ট টারবাইনের সাথে যুক্ত করে এগজস্ট গ্যাসের বেগ পরিচালনা করতে টার্বো চার্জার ব্যবহার হয়।
সুপার চার্জার ব্যবহারের সুবিধা
১. ডিজেল ইঞ্জিনে সুপার চার্জার ব্যবহারে নক হ্রাস পায়
২. আয়তনিক দক্ষতা বৃদ্ধি করে।
৩. ইঞ্জিনের আউটপুট ৩০ থেকে ৫০ ভাগ বৃদ্ধি করে।
৪. ফুয়েল খরচ কমায়।
Leave a Comment