Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

ইসলাম সম্পর্কে হিন্দু মনীষীদের উক্তি

 ইসলাম সম্পর্কে হিন্দুদের বক্তব্য 

ইসলাম সম্পর্কে পরিব্রাজক  ব্যারিস্টার চন্দ্রশেখর সেন বলেন, " কেবল ১৬ বছরের যুবক হযরত আলী ও বিবি খাদিজাকে সাথে নিয়ে মোহাম্মদ যে সনাতন ধর্ম প্রচার সাহসী ও প্রবৃত্ত হউন এবং সে প্রচারের ফলে সহস্রাধিক বর্ষ এবং পৃথিবীর অর্ধেক স্থান ব্যাপী এ ধর্ম চলছে।তিনি ও তার ধর্ম যে বিধাতা প্রদত্ত তাতে তিলমাত্র সন্দেহ নেই। 

শ্রীমানবেন্দ্রনাথ  রায় বলেন, মুসলিম শিক্ষার প্রভাবে ইউরোপ আধুনিক সভ্যতার নেতা হতে পেরেছেন। 

আচার্য প্রফুল্ল  চন্দ্র রায় বলেন, "জগতের বুকে ইসলাম সর্বোৎকৃষ্ট গনতন্ত্রমূলক ধর্ম।

শ্রী মহাত্মা গান্ধী ইসলাম সম্পর্কে  বলেন, " প্রতীচ্য যখন অন্ধকারে মগ্ন প্রাচ্যের আকাশে তখন উদিত হলো এক উজ্জ্বল নক্ষত্র এবং আর্ত পৃথিবীতে তা দিল আলো ও স্বস্তি। ইসলাম একটি মিথ্যা ধর্ম নয়। শ্রদ্ধার সাথে হিন্দুরা অধ্যায়ন করুক তাহলে তারাও ইসলামকে আমার মতো ভালবাসবে।


শ্রী জওহরলাল নেহেরু ইসলাম সম্পর্কে বলেন, হযরত মোহাম্মদ এর প্রচারিত ধর্ম এর সততা, সরলতা, ন্যায়নিষ্ঠ ও এর বৈপ্লবিক গণতান্ত্রিক ব্যবস্থা, সমতা ও এর ন্যায়নীতি পার্শ্ববর্তী রাজ্যের লোকদের অনুপ্রাণিত করে।


স্বামী বিবেকানন্দ তার লেখা " প্রাচ্য ও পাশ্চাত্য " বইয়ে লিখেছেন,  ইসলাম যেথায় গিয়েছে  সেথায় আদিম নিবাসীদের রক্ষা করেছে। "


ইসলাম সম্পর্কে হিন্দু মনীষী



No comments: