Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৬/০৭/২০২২

নেপোলিয়ন বোনাপার্ট কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল?

 সম্রাট  নেপোলিয়ন nepolian bonapart এর ইসলাম গ্রহণ 

সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ১৫ আগস্ট ১৭৬৯ খ্রিস্টাব্দে ফ্রান্সে জন্ম গ্রহণ করেন।নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের সম্রাট (১৮০৪-১৮১৪)। নেপোলিয়ন খুবই আলোচিত একজন শাসক। শোনা যায় নেপোলিয়ন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।আরো শোনা যায় নেপোলিয়ন বোনাপার্ট থেকে তিনি আলী বোনাপার্ট নাম নিয়েছিলেন। সত্যি কি নেপোলিয়ন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? 

অনেকে বলেন তিনি ইসলাম ধর্ম দ্বারা অনুপ্রাণিত ছিলেন তবে ইসলাম ধর্ম গ্রহণ করেন নি।অনেকে বলেন তার কথায় বোঝা যায় যে নেপোলিয়ন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। 
নেপোলিয়ন ইসলাম সম্পর্কে যা বলেছিলেন 

নেপোলিয়ন বলেন,  " আমার আশা হয় দুনিয়ার সমস্ত প্রজ্ঞামন্ডলীকে নিয়ে কোরআনের মতবাদের উপর ভিত্তি কর একতামূলক শাসন প্রতিষ্ঠা করবো।কারণ একমাত্র কোরআন সত্য যা মানবজাতিকে সুখ ও শান্তি দিতে সক্ষম। 

এছাড়া মুসলিম, ইসলাম ও হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ইসলাম অনেক  প্রশংসাসূচক উক্তি বলে গেছেন। 

তবে একথা সত্য তিনি আদৌ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিনা তা স্পষ্ট নয়।