Engine cycle কাকে বলে
তেল,গ্যাস বা কার্য নির্বাহক চাপে ও তাপে পরপর কতগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে গমন করে পুনরায় পূর্বের অবস্থায় ফেরত আসাকে থার্মোডায়নামিক্স এর ভাষায় Cycle বলে।
বিভিন্ন ধরনের Engine Cycle এর নাম
১. Carnot Cycle
2. Otto cycle
3. Diesel cycle
4. Stirling cycle
5. Duel cycle
6. Ericsson cycle
নিম্নে বিভিন্ন প্রকার cycle diagram এর চিত্র দেয়া হলো
Ericssion cycle diagram. And stirling cycle diagram
Joule cycle diagram
Thermodynamic এর গুরুত্বপূর্ণ কিছু টার্মস
Engine bore কাকে বলে?
সিলিন্ডারের অভ্যন্তরে যেখানে পিস্টন উঠা-নামা করে তাকে বোর বলে।
ইঞ্জিন এর ক্লিয়ারেন্স ভলিউম কাকে বলে?
যখন পিস্টন টপ ডেড সেন্টারে অবস্থান করে তখন পিস্টনের উপরে যে স্থানে ওয়ার্কিং ফ্লুইড থাকে তাকে ক্লিয়ারেন্স ভলিউম বলে।একে Vc দ্বারা প্রকাশ করা হয়।
Engine stroke length কাকে বলে?
সিল্ডারের B.D.C থেকে T.D.C পর্যন্ত দূরত্বকে Stroke length বলে।
Stroke volume or Swept volume কাকে বলে?
Stroke volume = (πd2/4)×L
সিলিন্ডারের মোট আয়তন কাকে বলে?
swept volume এবং clearance volume এর যোগফলকে।
কম্প্রেশন রেশিও কাকে বলে?
রেশিও= (সোয়েপ্ট ভলিউম +ক্লিয়ারেন্স ভলিউম) ÷ক্লিয়ারেন্স
mean effective pressure এর সূত্র
Pm= work done÷stroke volume
Efficiency of a cycle = যান্ত্রিক কাজ÷প্রয়োগকৃত কাজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন