most venomous snake
পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের নাম ইনল্যান্ড টাইপ্যান
inland taipan snake এর চরিত্র
বিষধর এই সাপটি শান্তি শিষ্ট। বিপদ দেখলে পিছু হটে।সহজে কাউকে কামড় দেয় না।এই সাপটি বিষধর হলেও কিং কোবরার মত রাগী নয় । তবে আত্মরক্ষার জন্য যখন কামড়ায় তখন নির্ঘাত মৃত্যু। এরা পরিত্যক্ত গর্তে বসবাস করে।ইঁদুর ও ছোট ছোট পোকামাকড় এবং মৃত পাখি খায়।
ইনল্যান্ড টাইপ্যান অস্ট্রেলিয়াতে দেখা যায়।
একে small scaled snake ও fierce snake নামেও ডাকা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন