ইনভেস্টমেন্ট সাইটগুলো যেভাবে কাজ করে
How works Investment site? online income by investment.
আমরা খুব সহজে অনেক টাকা আয় করতে চায়। আর এজন্য মানুষ খুব সহজে অন্যায় কাজে জড়িয়ে পড়ে।অনেকে প্রলোভনে নিঃস্ব হয়ে যায়৷ এক সময় লোকে শরীরের গিয়ে চুরি করতো আর এখন চুরি হয় ডিজিটাল পদ্ধতিতে। তেমনি একদল শিক্ষিত চোর ডিজিটাল উপায়ে চুরি করছে।এর আন্তর্জাতিক চক্র। এরা বিভিন্ন Investment deposit site তৈরি করে Binance এর মাধ্যমে TRC 20 usdt ডিপোজিট করিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা হাতিয়ে নিচ্ছে।
বাংলাদেশ, ভারত থাইল্যান্ড, ও পৃথিবীর মধ্যবিত্ত কিছু দেশ এদের টার্গেট।কারণ তারা জানে এরা খুব সহজে আয় করতে চায়। investment এর উপর প্রতিদিন ২.৫ থেকে ৫% লাভের প্রলোভন দেখিয়ে কিছুদিন পরে তারা উধাও হয়ে যায়। চলুন জেনে নেয়া যাক এরা কিভাবে কাজ করে।
How works investment Scame site
১. এর যেহেতু স্ক্যাম সাইট তাই এদের site url আপনি গুগলে পাবেন না। এদের লিংক মেসেঞ্জার, হোয়ারস এপে পাবেন না।এরা টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে।
২. এদের নাম পরিচয় প্রকৃত ঠিকানা পাবেন না।
৩. scamadviser দিয়ে চেক করলে দেখবেন সাইটে অনেক সমস্যা আছে।
৪. ডিপোজিট পদ্ধতি সেইম অতএব একই চক্র বিভিন্ন নামে প্রতারণা করছে।
৫. রেফার সিস্টেম এ অনেক লাভ দেয় যাতে investor খুব দ্রুত অনেকগুলো রেফর করতে পারে।
৬. এরা কিছুদিন পেমেন্ট করে। যখন বেশিরভাগ লোকের withdraw করার সময় আসে এর তখন নিজেদের গুটিয়ে নেয়।
৭. সারা দুনিয়ায় এদের এজেন্সি ও এজেন্ট আছে তারা এগুলোর লিংক শেয়ার করে থাকে।
এগুলোকে বলে ponzi scame
সবচেয়ে বেশি মার্কেট পেয়েছিল COTP, bn trust অবশেষে Gropon scame করেছে। আরো সাইট আছে তারাও স্ক্যাম করবে।
শেষ কথা
অল্প সময়ে ধনী হতে গিয়ে নিঃস্ব হবেন না।অনলাইনে আয় করার অনেক বৈধ ও বিশ্বাসযোগ্য সাইট রয়েছে। যেমন Freelancing ও fiver
কাজ শিখে ভালো আয় করা যায়। একবার ভেবে দেখুন যেখানে সারাদিন পরিশ্রম করে ৪০০ টাকা আয় করতে ঘাম ঝড়ে যায় সেখানে বিনাশ্রমে আপনাকে হাজার হাজার ডলার দিচ্ছে। কিভাবে দিচ্ছে? এটা কি আদৌ সম্ভব?
No comments:
Post a Comment