নর্থ ওয়েষ্ট জোন উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল প্রশ্ন সমাধান
ইন্ডেক্সিং কি?
কোন জবের উপর মেশিনিং করতে জবকে নির্দিষ্ট পরিমাণে ঘুরানোর পদ্ধতিকে ইন্ডেক্সিং বলে।
6G কাকে বলে?
৬জি হলো এক টাইপের ওয়েল্ডিং পদ্ধতি। এই পদ্ধতিতে জবকে ৪৫ ডিগ্রি কোণে স্থীর রেখে চারিপাশে ঘুরে ঘুরে ওয়েল্ডিং করা হয়।
বুশ কেন ব্যবহার করা হয়?
মোটর ও পাম্পের কাপলিং জয়েন্টের জন্য।সব ধরনের মেশিনে smoothly আপারেট করার জন্য।মেটালের ক্ষয়রোধ করার জন্য। শব্দ কমানোর জন্য।
ব্যালেন্স স্টিল কী?
ব্যালেন্স স্টীলকে সেমি কিলড স্টীলও বলা হয়।এতে কার্বনের পরিমাণ ০.১৫ থেকে ০.২৫ ভাগ কার্বন থাকে।
এটা দিয়ে বিভিন্ন ধরনের প্লেট ও স্ট্রাকচারাল প্রডাক্ট তৈরি করা হয়।
কোটিং কী?
কোন ধাতব পদার্থকে পরিবেশ থেকে রক্ষা করতে,সৌন্দর্য বৃদ্ধি করতে যে পাতলা প্রলেপ দেয়া হয় তাকে কোটিং বলে
প্লেটিং কাকে বলে?
কোন ধাতব পদার্থকে পরিবেশ থেকে রক্ষা করতে,সৌন্দর্য বৃদ্ধি করতে,আয়ু বৃদ্ধি করতে ও গুনাগুন বৃদ্ধি করতে অন্য কোন ধাতুর প্রলেপ দেয়াকে প্লেটিং বলে।
ভারকেন্দ্র কাকে বলে?
পৃথিবীর মধ্যাকর্ষণ বল বা কোন বস্তুর ওজন বস্তর যে কেন্দ্র বরাবর কাজ করে তাকে ভারকেন্দ্র বলে।
সেন্টার ওয়েড বা Centroid কি?
ত্রিভূজ, চতুর্ভূজ, বৃত্ত বা এ ধরনের জ্যামিতিক ক্ষেত্রর মত যাদের কেবল মাত্র রৈখিক অবস্থিতি বা ক্ষেত্রফল আছে কিন্তু ভর নাই ঐ সমস্ত ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কেন্দ্র বা সেন্টার ওয়েড বলে।
শিয়ার পীড়নের ক্ষেত্রে F এর মান কত?
F= S/A
অটোমেশন মেকািনক্যাল ও ইলেকট্রিক্যাল ডিভাইসের সমন্বয়ে তৈরি একটি ডিভাইস। অটোমেশন এর মাধ্যমে কোন পণ্য তৈরি ও তৈরির প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়।
ডিজেল ইঞ্জিনের ফুয়েল স্প্রে সিস্টেম কি?
উত্তর: ফুয়েল ইনজেক্টর।
এসিড রিফ্রেক্টরি কি?
যে সকল রিফ্রেক্টরিতে সিলিকা উপাদান বেশি থাকে তাকে এসিড রিফ্রেক্টরি বলে।
যেমন সিলিকা,ফায়ার ক্লে।
বালির পারমিয়াবিলিটির সঙ্গা
গলিত ধাতু মোল্ডে ঢালাই করলে মোল্ডে বালিতে বাষ্পের সৃষ্টি হয়।ইহা ছাড়াও গলিত ধাতুর মধ্যে কিছু গ্যাস দ্রবীভূত থাকে। এই গ্যাস এবং বাষ্প ঢালাইকৃত বস্তুর মধ্যে গ্যাস হোলের সৃষ্টি করে।তাই বালির দানার গুণাবলী এমন হবে যাতে এই গ্যাস এবং বাষ্প বালির ভিতর দিয়ে বের হয়ে যেতে পারে।বালির এই গুনকে পারমিয়াবিলিটি বলে।
বালির পারমিয়াবিলিটির সূত্র
P= Vh/Pat
অক্সি এসিটিলিন শিখার সর্বোচ্চ তাপমাত্রা?
উত্তর: ৬৩৩০ ডিগ্রি সেলসিয়াস
C2H2O2 কত চাপে কি পরিমাণে সিলিন্ডারে থাকে?
225-250 পাউন্ডাল চাপ/ইঞ্চি২, ১৬-১৮ kg/cm2
শর্ট আর্ক কেন ব্যবহার হয়?
যেকোন পজিশনে পাতলা জব ওয়েল্ডিং করার জন্য,ভার্টিক্যাল পজিশনে মোটা পুরুত্বের জব করার জন্য, ও বড় গ্যাপ পূরণ করতে এবং বিকৃত জব ওয়েল্ডিং এর জন্য।
লেদ অপারেশনে কি কি মাল্টিপয়েন্টিং টুল ব্যবহার হয়?
ড্রিল বিট, ট্যাপ,নার্লিং,ডাই,সেন্টার ড্রিল বিট।
পাইপের হঠাৎ ব্যাস বৃদ্ধির পাওয়ার জন্য লস
h= ( V1-V2)2/2g
বয়লারের কাজ কি?
পানি থেকে স্টীম উৎপন্ন করা।
ডিপ্লোমা জব সলিউশন, পাওয়ার প্লান্ট জব সলিউশন, মেকানিক্যাল জব সলিউশন, উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল প্রশ্ন
0 Comments:
Post a Comment