Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

কোন মেশিনে কোন গ্রেডের তৈল ব্যবহার হয়?

বিভিন্ন গ্রেডের মেশিন অয়েলের ব্যবহার 

বিভিন্ন ধরনের মেশিনে বিভিন্ন গ্রেডের অয়েল ব্যবহার হয়।কোন মেশিনে কি অয়েল ব্যবহার হবে তা নির্ভর  করে  শ্যাফটের উৎপন্ন তাপমাত্রা, গিয়ার বক্সের তাপমাত্রায়, ঘূর্ণন ও ওয়ার্কিং টাইম এর উপর। বিভিন্ন গ্রেডের অয়েলের Viscosity বিভিন্ন হয়।

তো Viscosity  কাকে বলে?

তরল প্রবাহের যে বাঁধার যে হার তাই ভিসকোসিটি।যে তরলের Viscosity যত বেশি সে তরলের প্রবাহের হার ততো কম।


SAE কী?

SAE এর পূর্ণরুপ Society of Automotive Engineers. 

SAE  ঠিক করে দেয় কোন মেশিনে কোন তেল ব্যবহার হবে?


Oil grade


 এয়ার কম্প্রেসরে কোন ধরনের অয়েল দেয়া হয়

এয়ার কম্প্রেসরে Non detergent Oil ব্যবহার হয়। মিনারেল অয়েল ও সিনথেটিক অয়েল উভয় ধরনের অয়েল কম্প্রেসরে ব্যবহার করা যায়।তবে  আজকাল SAE- 20 অথবা   SAE-30 ভিসকোসিটির অয়েল ব্যবহার হয়। বা ISO-100 ব্যবহার হয়


Gear Oil Grade


শিল্প কলকারখানা, যানবাহন, ট্রান্সমিশন সিস্টেমসহ যে সকল ক্ষেত্রে গিয়ার বক্সের প্রয়োজন সেখানে SAE-90 বা ISO-220 ও SAE-140 বা ISO-460 গ্রেডের অয়েল ব্যবহার হয়।

SAE-140 বা ISO-220 অয়েল 


ছোট ছোট যানবাহনে যেমন কার,মাইক্রো কার,ছোট ট্রাক,ভ্যান,মোটর সাইকেল, ফোরস্ট্রোক গ্যাসোলিন ইঞ্জিনে SAE-40 এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে SAE-50 ব্যবহার করা যেতে পারে।অথবা উভয় গ্রেড ব্যবহার হতে পারে।


এছাড়াও  SAE-80  ও SAE-90 পরিবহন কাজে নিয়োজিত যানবাহনে ব্যবহার করা যায়।

বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব মেশিনের জন্য আলাদা আলাদা গ্রেড ব্যবহার করে।আমরা শুধুমাত্র ধারণা দিলাম। অনেক সময় মেশিনের গায়ে কোম্পানি লিখে দেয় কোন ধরনের Machine Oil বা Industrial Oil  ব্যবহার করতে হবে।


বিভিন্ন ধরনের শ্যাফট,পাম্প,হাইড্রলিক অয়েল পাম্পে হাইড্রোলিক অয়েল ব্যবহার হয়।যেমন  SAE-46 ও SAE-68 তবে SAE-46 বেশি ব্যবহার হয়।

No comments: