Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

টু স্ট্রোক ইঞ্জিন এবং ফোর স্ট্রোক ইঞ্জিনের পার্থক্য। Two stroke and four stroke engine

 Different Between two stroke and four Stroke engine 

টু স্ট্রোক ইঞ্জিন এবং ফোর স্ট্রোক ইঞ্জিন এর পার্থক্য 

টু স্ট্রোক ইঞ্জিনকে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন নামেও ডাকা হয়। টু স্ট্রোক ইঞ্জিন কোথায় ব্যবহার হয়।

two stroke engine  মোটর সাইকেল, বাইক, আউটবোর্ড মোটর, ব্লোয়ার ও চেইন স, ট্রীমার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। 

আর Four stroke engine কোথায় ব্যবহার হয়

অটোমোবাইল অর্থাৎ সকল ধরনের ভারী ও মালবাহী যানবাহনে,ট্রাক,বাস,লরী ইত্যাদি, ডিজেল ট্রেইন,এমনকি মোটর সাইকেলও ব্যবহার হয়।

Two stroke and four stroke engine


Two stroke engine 

১.  এই ইঞ্জিনে ক্র্যাংকশ্যাফট একবার ঘুরে আর পিস্টন দুইবার উঠানামা করলে শক্তি উৎপন্ন হয়।

২. কোন ভালব ব্যবহার হয় না যদি হয় তবে ইনলেট এবং এগজস্ট

৩. টু স্ট্রোক ইঞ্জিনে তিনটা পোর্ট থাকে ইনটেক,এগজস্ট,

ট্রান্সফার পোর্ট। 

৪. তুলনামূলক বেশি শক্তি উৎপন্ন করে কিন্তু দক্ষতা কম।

৫. কিছু বাতাস ও জ্বালানি মিশ্রণ নষ্ট হয়।

৬. টু স্ট্রোক ইঞ্জিনে এয়ার কুলিং সিস্টেম। 


Four stroke engine এর বৈশিষ্ট্য 

১. ফোর স্ট্রোক ইঞ্জিনে ক্র্যাংক শ্যাফট দুইবার ও পিস্টন চারবার উঠানামা করে। 

২. এগজস্ট ও ইনলেট ভালব ব্যবহার করা হয়।

৩. এই ইঞ্জিনে দুটি ভালব থাকে।

৪. বাতাস ও জ্বালানি মিশ্রণ নষ্ট হয় না।

৫. কম শক্তি উৎপন্ন করে কিন্তু দক্ষতা বেশি। 

৬. এই ইঞ্জিনে ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। 


No comments: