সনাতন ধর্মের প্রশ্ন ও উত্তর
সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম সম্পর্কে কিছু অজানা ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। হিন্দু ধর্মের জ্ঞান ও হিন্দু ধর্ম চর্চায় ধর্ম সম্পর্কে সাধারণ জ্ঞানগুলো কাজে লাগতে পারে।
সনাতন ধর্মের প্রশ্নোত্তর
মীরাবাঈ ভারতের কোন রাজ্যে জন্ম গ্রহণ করে?
উত্তর: মীরাবাঈ ভারতের রাজস্থানে জন্মান।
অংশগ্রহণ এর দিক থেকে পূজাকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর: ২ ভাগে।
কার শক্তিতে দূর্গা দূরধিগম্য?
উত্তর: ব্রহ্মার
শ্বাস গ্রহণকে হিন্দু ধর্মে কি বলে?
উত্তর: পূরক।
কুরকি গ্রাম কোথায় অবস্থিত?
উত্তর: রাজস্থানে।
কোন যোগ পালন না করলে যোগী হওয়া যায় না?
উত্তর: অষ্টাঙ্গ।
কর্তৃকা শব্দের অর্থ কি?
উত্তর: কাটারি।
সর্বশেষ অবতর হিসাবে কে আসবেন?
উত্তর: কল্কি
মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মহেন্দ্রজি
রেনুকা নদীর বর্তমান নাম কি?
উত্তর: জাদুকাটা।
রত্নাকর কে ছিলেন?
উত্তর: একজন দস্যু। পরে ব্রাহ্মার উপদেশ মেনে ঋষি হয়ে যান।
বৈষ্ণব অস্ত্র কে ব্যবহার করেছিলেন?
উত্তর: রাম তরণীসেনকে লক্ষ্য করে বৈষ্ণব অস্ত্র ব্যবহার করেন।
অতিথি সেবা করাকে ধর্মের ভাষায় কি বলে?
উত্তর: নৃযজ্ঞ
রাখি পূর্ণিমা কোন মাসে হয়?
উত্তর: শ্রাবণ মাসে।
প্রহ্লাদকে কে রক্ষা করে?
উত্তর: হরিভক্ত প্রহ্লাদকে নৃসিংহ রক্ষা করে।
বিজয় কৃষ্ণের স্ত্রীর নাম কি?
উত্তর: যোগমায়া।
হরি নামের প্রেম লাভের ক্রম কয়টি?
উত্তরঃ ৮ টি।
পুরাণ এর রচয়িতার নাম কি?
উত্তর: ব্যাসদেব।
শ্রীকৃষ্ণ কোন যুগের অবতার?
উত্তর: দ্বাপর যুগের।
শ্রী ভগবত গীতায় জ্ঞানীর কয়টি লক্ষণের কথা বলা হয়েছে?
উত্তর: উত্তর: ২০ টি।
প্রাণায়াম কত প্রকার?
উত্তর: তিন প্রকার।
অস্তেয় শব্দের অর্থ কী?
উত্তর: চুরি না করা।
সন্ন্যাস শব্দের অর্থ কী?
উত্তর: সম্পূর্ণভাবে ত্যাগ।
সর্বপ্রথম দেবী দুর্গার নিদ্রা ভঙ্গ করেছিলেন কে?
উত্তর: শ্রীরাম চন্দ্র।
কোন অসুরকে বধ করার জন্য কার্তিকে জন্ম হয়?
উত্তর: তারকাসুর।
আয়াম শব্দের অর্থ কী?
উত্তর: বিস্তার
উপনিষদের অর্থ কী?
উত্তর: রহস্য
ভগবান বিষ্ণু কোন রুপ ধারণ করে বেদ উদ্ধার করেন?
উত্তর: মৎস্য
রাবনের জন্ম কোন যুগে?
উত্তর: ত্রেতা
সৌভাগ্য ও সৌন্দর্যের দেবি কে?
উত্তর: লক্ষ্মী
স্বয়ম্ভু শব্দের অর্থ কী?
উত্তর: নিজেকে নিজে সৃষ্টি করা।
শংকরকে কোন রাজা এক হাজার স্বর্ণ মুদ্রা দেন?
উত্তর: চন্দ্র শেখর।
অনাদি পুরুষ কে?
উত্তর: শ্রীকৃষ্ণ
সিদ্ধি দেবতা কে?
উত্তর: গণেশ
শ্রীরাম কৃষ্ণের জন্ম কোথায়?
উত্তর: কামার পুকুর
No comments:
Post a Comment