Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

Objective Question about Islam

 ইসলাম ধর্ম সম্পর্কে অজনা কিছু প্রশ্নোত্তর


হযরত মোহাম্মদ সাঃ এর কত জন পুত্র সন্তান ছিল?

উত্তর: তিনজন। হযরত মোহাম্মদ সাঃ এর তিন পুত্র সন্তানের নাম ইব্রাহিম, আব্দুল্লাহ, কাশেম।


হযরত মোহাম্মদ সাঃ এর  কত জন কন্যা সন্তান ছিল? 

উত্তর:  রাসূলের চারটি কন্যা সন্তান ছিল। রাসূলের চার কন্যা সন্তানের নাম  ফাতেমা, উম্মে কুলসুম,  রুকাইয়া, জয়নব


হযরত মোহাম্মদ এর  নাম কয়টি ও মোহাম্মদের নাম গুলো কী কী?

উত্তর: কে হযরতের নাম মোহাম্মদ কে রেখেছিল তা আমরা কম বেশি সবাই জানি।হযরতের দাদা আবদুল মুত্তালিব মোহাম্মদ নামটি রাখেন।এ নামে হযরত পরিচিত হউন।তবে পবিত্র কুরআনে হযরত মোহাম্মদ সাঃ এর আরো কিছু নাম বর্ণিত হয়েছে। সেগুলো হলো

বাশির, নাদির, রাউফ, শাহিদ, শাহেদ, মুবাশ্বির, রাসূল, রাহীম সহ আরো নাম।


ইমাম বুখারীর আসল নাম কী? 

উত্তর: মোহাম্মদ বিন ইসমাইল 

খতিবুল আম্বিয়া কোন নবীকে বলা হয়? 

উত্তর: সোয়াইব (আঃ) কে বলা হয়। 


হেরা গুহা কোন পাহাড়ে অবস্থিত?

উত্তর: আন-নূর

পৃথিবীর বুকে প্রথম মসজিদ কোনটা?

উত্তর: মসজিদুল হারম। 


নবী মোহাম্মদ মদীনায় কত বছর ছিলেন? 

উত্তর: ১০ বছর

নবীদের ভূমি বলা হয় কোন দেশকে?

উত্তর: প্যালেস্টাইনকে

মোহাম্মদ  নামটি পবিত্র কুরআনে কতবার উল্লেখ করা হয়েছে?

উত্তর: চারবার।

কোন সূরায় দুবার বিসমিল্লাহ বলা হয়েছে? 

উত্তর: সূরা আল ইমরান

কোন সূরায় বিসমিল্লাহ ছাড়া শুরু হয়েছে?

উত্তর: সূরা আল তওবা

হযরত মোহাম্মদ প্রথম কোথায় হিজরত করেন? 

উত্তর: আবিসিনিয়া (ইথোপিয়া)


আবু  জেহেল এর প্রকৃত নাম কী? 

উত্তর: ওমর বিন হাশেম।

কাবার পুরোনো নাম কী ছিল? 

উত্তর: হুবল।

হযরত বেলাল নামাজের জন্য প্রথম কোন ওয়াক্তের আযান দিয়েছিল? 

উত্তর: ফজর।


হযরত মোহাম্মদ এর কবর খুঁড়েছিল কে?

উত্তর: হযরত আবু তালহা

প্রথম মুসলিম ইউনিভার্সিটি কোথায় স্থাপিত হয়েছিল? 

উত্তর: Nabvi 

কাবার চাবি কার কাছে থাকতো?

উত্তর: হযরত ওসমান বিন তালহার কাছে।

আতিক কার ছদ্মনাম ছিল? 

উত্তর: হযরত আবু বক্কর 

আব্দুল কাদের জ্বিলানীর কবর কোথায়?

উত্তর: বাগদাদে।



কোন মন্তব্য নেই: