Power Factor 

A/C current ও Voltage  এর মধ্যবর্তী কোণের কোসাইনকে power factor বলে।

আবার AC Circuit  এর Active এবং Reactive power এর অনুপাতকে Factor বলে।

Factor = active power÷Reactive power


পাওয়ার ফ্যাক্টর কম হলে কোন কোন সমস্যা হয়

যেহেতু সার্কিটে সংযুক্ত প্রতিটি লোড সব সময় সমান পাওয়ার গ্রহণ করে সেহেতু পাওয়ার ফ্যাক্টর কম হলে লাইনে প্রবাহিত কারেন্ট বেড়ে যায়।

যে যে সমস্যা হয়

ক. কপার লস বেশি হয়।

খ. দক্ষতা হ্রাস পায়।

গ. ভোল্টেজ রেগুলেশন বৃদ্ধি পায়।

ঘ. লোড অত্যাধিক গরম হয়।


কি কি উপায়ে পাওয়ার ফ্যাক্টর  উন্নত করা যায়

ক. Static Capacitor Bank

খ. Synchronous Condenser

গ. Phase advancer




Previous Post Next Post