পারমিয়্যাবিলিটি কি?
গলিত ধাতু মোল্ডে ঢালায়ের পর বালিতে বাষ্পের সৃষ্টি করে এবং গলিত ধাতুর মধ্যে কিছু গ্যাস দ্রবীভূত করে।এই গ্যাস ও বাষ্প পরে ঢালাইকৃত বস্তুর মধ্যে গ্যাস হোলের সৃষ্টি করে। তাই বালির গুনাবলী এমন হবে যাতে এই গ্যাস বালির ভিতর দিয়ে বের হয়ে যেতে পারে।বালির এই গুনকে পারমিয়্যাবিলিটি বলে।
পারমিয়্যাবিলিটি তথা প্রবেশ্যতা নির্নয় পদ্ধতি
পারমিয়্যাবিলিটি নাম্বার নির্নয়ের সূত্র
Permeability Number, P= Vh÷Pat
এখানে
P= পারমিয়্যাবিলিটি নাম্বার
V= বাতাসের আয়তন (ঘন সে.মি)
h= বালির নমুনার উচ্চতা (সে.মি)
a= বালির নমুনার ক্ষেত্রফল (বর্গ সে.মি)
P= বাতাসের চাপ (gm/cm2)
t= সময় (মিনিট)
Permeability number math
পারমিয়্যাবিলিটি নাম্বার বের করার অংক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন