Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

সৌরজগত সম্পর্কে

 আমাদের সৌরজগত সম্পর্কে সাধারণ জ্ঞান 


সৌরজগত কাকে বলে?

উত্তর: সূর্যকে কেন্দ্র করে গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ প্রভূতি মহাকর্ষ শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে পরিভ্রমণের মাধ্যমে যে জগতের সৃষ্টি তাকে সৌরজগত বলে।

বর্তমানে সৌরগতের সংখ্যা কয়টি?

উত্তর: বর্তমানে ৮ টি। পূর্বে ছিল ৯ টি।



সূর্যের মৌলিক গ্যাসের মধ্যে বেশি  কোনটি?

উত্তর: হাইড্রোজেন 


সূর্যের মৌলিক পদার্থগুলো কোন ধরনের? 

উত্তর: বায়বীয় 

সৌরজগত

সূর্যের তাপমাত্রা কত? 

উত্তর: ৬০০০ ডিগ্রি সেলসিয়াস 

সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী?

উত্তর: প্রক্সিমা সেন্টেরাই।


সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 

উত্তর: ১৫ কোটি কিমি



সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহের নাম কী?

উত্তর: বুধ

সূর্য থেকে বুধের দূরত্ব কত?

উত্তর: ৫.৮ কি.মি

সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের সময় লাগে কত দিন? 

উত্তর: ৮৮ দিন।

পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কী?

উত্তর: শুক্র 

পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত? 

উত্তর: ৪.৩ কি.মি

ভোরের আকাশে যে তারা দেখা যায় তার নাম  শুকতারা আর সন্ধ্যার আকাশে যে তারা দেখা যায় তার নাম সন্ধ্যাতারা। প্রশ্ন হলো শুকতারা ও সন্ধ্যা তারার আসল নাম কী?

উত্তর: শুক্র। 

শান্ত সমুদ্র কোথায়?

উত্তর: চাঁদে (চন্দ্র)

পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরে আসতে কত সময় লাগে?

উত্তর: সাড়ে ২৯ দিন।

কোন গ্রহকে লালগ্রহ বলা হয়?

উত্তর: মঙ্গলগ্রহকে।

আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কী?

উত্তর: বৃহস্পতি


সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে ১২ বছর।

বৃহস্পতির উপগ্রহ কয়টি?

উত্তর: ৬৭ টি

শনির উপগ্রহ কয়টি?

উত্তর: ৬২ টি।

শনির টাইটান উপগ্রহ আবিষ্কৃত হয় কবে?

উত্তর: ২৫ মার্চ ১৬৫৫ 

শনি পৃথিবীর চেয়ে কতগুন বড়?

উত্তর: ৯ গুন।

সবুজ গ্রহ কাকে বলায়?

উত্তর: ইউরেনাসকে।


রকেট আবিষ্কার করেন কে?

উত্তর: রবার্ট হ্যাবিং আনসারি।

প্রথম নারী মহাচারীর নাম কী?

উত্তর: ভ্যালেন্তিনা তেরেস্কোভা



No comments: