আমাদের সৌরজগত সম্পর্কে সাধারণ জ্ঞান
সৌরজগত কাকে বলে?
উত্তর: সূর্যকে কেন্দ্র করে গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ প্রভূতি মহাকর্ষ শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে পরিভ্রমণের মাধ্যমে যে জগতের সৃষ্টি তাকে সৌরজগত বলে।
বর্তমানে সৌরগতের সংখ্যা কয়টি?
উত্তর: বর্তমানে ৮ টি। পূর্বে ছিল ৯ টি।
সূর্যের মৌলিক গ্যাসের মধ্যে বেশি কোনটি?
উত্তর: হাইড্রোজেন
সূর্যের মৌলিক পদার্থগুলো কোন ধরনের?
উত্তর: বায়বীয়
সৌরজগত
সূর্যের তাপমাত্রা কত?
উত্তর: ৬০০০ ডিগ্রি সেলসিয়াস
সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী?
উত্তর: প্রক্সিমা সেন্টেরাই।
সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তর: ১৫ কোটি কিমি
সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহের নাম কী?
উত্তর: বুধ
সূর্য থেকে বুধের দূরত্ব কত?
উত্তর: ৫.৮ কি.মি
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের সময় লাগে কত দিন?
উত্তর: ৮৮ দিন।
পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কী?
উত্তর: শুক্র
পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত?
উত্তর: ৪.৩ কি.মি
ভোরের আকাশে যে তারা দেখা যায় তার নাম শুকতারা আর সন্ধ্যার আকাশে যে তারা দেখা যায় তার নাম সন্ধ্যাতারা। প্রশ্ন হলো শুকতারা ও সন্ধ্যা তারার আসল নাম কী?
উত্তর: শুক্র।
শান্ত সমুদ্র কোথায়?
উত্তর: চাঁদে (চন্দ্র)
পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উত্তর: সাড়ে ২৯ দিন।
কোন গ্রহকে লালগ্রহ বলা হয়?
উত্তর: মঙ্গলগ্রহকে।
আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কী?
উত্তর: বৃহস্পতি
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে ১২ বছর।
বৃহস্পতির উপগ্রহ কয়টি?
উত্তর: ৬৭ টি
শনির উপগ্রহ কয়টি?
উত্তর: ৬২ টি।
শনির টাইটান উপগ্রহ আবিষ্কৃত হয় কবে?
উত্তর: ২৫ মার্চ ১৬৫৫
শনি পৃথিবীর চেয়ে কতগুন বড়?
উত্তর: ৯ গুন।
সবুজ গ্রহ কাকে বলায়?
উত্তর: ইউরেনাসকে।
রকেট আবিষ্কার করেন কে?
উত্তর: রবার্ট হ্যাবিং আনসারি।
প্রথম নারী মহাচারীর নাম কী?
উত্তর: ভ্যালেন্তিনা তেরেস্কোভা
No comments:
Post a Comment