রাত দিনের প্রহর বিভিন্ন লগ্নের নাম 


ছায়াবৃত্ত কাকে বলে?

উত্তর: ভূপৃষ্ঠের সৌরদীপ্ত  ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে ছায়াবৃত্ত বলে।


গোধূলি কাকে বলে?

সূর্য বিকালে দিগন্তের নিচে নেমে যাবার পর বিক্ষিপ্ত সৌরকিরণে আকাশে যে সময়টুকু আলো থাকে তাকে গোধূলি বলে। আবার দিন ও রাতের সন্ধিক্ষণকে গোধূলি বলে।


ঊষা কাকে বলে?


দিনের শেষ ভাগকে কি বলে?

অপরাহ্ন 


অহনের শেষ ভাগকে কি বলে?

মধ্যাহ্ন


অহন শব্দের অর্থ কী 

সূর্যের প্রথম রশ্মি। 


দিনের শুরুর প্রথম ভাগকে কি বলে?

পূর্বাহ্ন


দ্বি প্রহর অর্থাৎ দিনের মধ্যভাগের পরের সময়কে কি বলে?

পরাহ্ন 


সন্ধ্যালগ্নকে কি বলে

সায়াহ্ন 


রাতের মধ্যভাগকে কি বলে?

উত্তর: মহানিশা 


প্রহর,লগ্ন,ক্ষণ


Previous Post Next Post