Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

৩০/০৮/২০২২

সৌরজগতের যে বিষয়গুলো অনেকে জানে না

সৌরজগতের অজানা তথ্যসমৃদ্ধ সাধারণ জ্ঞান 



 চাঁদ পৃথিবী থেকে কত দূরে চলে যায়? 

উত্তর: চন্দ্র  পৃথিবী থেকে প্রতি বছর ৩.৭৮ সে.মি দূরে সরে যায়।


মহাকাশে গ্যালাক্সির সংখ্যা কত?

উত্তর: হাবল টেলিস্কোপের হিসাবে ১০০ বিলিয়ন গ্যালাক্সি আছে।


আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি তে তারার  সংখ্যা কত? 

উত্তর: ১০০০০০০০০০০০ থেকে ১০০০০০০০০০০০০ টি স্টার রয়েছে আমাদের গ্যালাক্সিতে।


আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে পৃথিবী মত গ্রহের সংখ্যা কত? 

উত্তর: ১ বিলিয়ন। 


আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে ব্ল্যাকহোলের সংখ্যা কত? 

উত্তর: ১০০ মিলিয়ন।


আমাদের মহাবিশ্বে ব্ল্যাকহোলের সংখ্যা কত? 

উত্তর: ৪০ কুইনটিলিয়ন বা ৪০  ০০০ ০০০ ০০০ ০০০ টি।


এই মহাবিশ্বের পূর্ব কি আর কোন মহাবিশ্ব ছিল?

উত্তর: ছিল। সেই মহাবিশ্ব থেকে এই মহাবিশ্বের আগমন।সর্বশেষ বিগ ব্যাং এর পূর্বেও অসীম সংখ্যকবার বিগ ব্যাং হয়েছে। এই মহাবিশ্ব ধ্বংসের পর আরো বিগ ব্যাং  হবে।


আলোর চেয়ে দ্রুত গতির জিনিস কোনটা? 

উত্তর: বিগব্যাং নিজে আলোর চেয়ে দ্রুত গতিতে সম্প্রসারিত হয়েছে। গ্যালাক্সিগুলো আলোর চেয়ে দ্রুত এক্সপান্ডিং হয়।


সৌরজগতের অজানা তথ্য