বিভিন্ন ধরনের টাইলস এর নাম
ঘর, বারান্দা, গোসল খানা, অফিস সাজাতে টাইলস এর ব্যবহার দিন দিন বাড়ছে।মূলত অর্থবিত্তবান ও শৌখিন মানুষেদের কাছে এসবের গ্রহণ যোগ্যতা বেড়েছে। আমরা আপনাদের সুবিধার্থে বিভিন্ন ধরনের টাইলসের নাম ও টাইলসের ছবি তুলে ধরলাম।
১. সিরামিক টাইলস
ক. গ্লাসড টাইলস
খ. আনগ্লাসড টাইলস
২. ভিটরিফাইড টাইলস (Vitrified tiles)
সিলিকা, মাটি, কোয়ার্টজ ও ফেল্ডস্পার দিয়ে তৈরি।
ক. ডাবল চার্জড ভিটরিফাইড টাইলস
খ. গ্লাস ভিটরিফাইড টাইলস
গ. ফুল বডি ভিটরিফাইড টাইলস
৩. পোরক্লেইন টাইলস (Porcelain tiles)
ক. গ্লাস টাইপ
খ. আনগ্লাসড টাইপ টাইলস
গ. পলিশড টাইপ টাইলস
ঘ. ডাবল চার্জড
ঙ. ফুলবডি চার্জড টাইপ টাইলস
চ. ডিজিটাল টাইপ টাইলস
৪. স্টোন টাইলস
মার্বেল টাইলস, গ্রানাইট টাইলস, স্যান্ড স্টোন টাইলস, ট্রাভারটাইন টাইলস, লাইম স্টোন টাইলস
৫. গ্লাস টাইলস
ফিউজড গ্লাস টাইলস
৬. ভিনলে টাইলস ছবি
No comments:
Post a Comment