পুলি কী
পুলি একটি উত্তলোক যন্ত্র। ভারী কোন বস্তু উপরে তুলতে পুলি ব্যবহার হয়। পুলি রোপ বা ওয়্যার ব্যবহার হয় বস্তুকে ধরতে। একটি ঘূর্ণয়মান হুইল যে হুইলের সার্কেলে টানা রোপের খাঁজ কাটা থাকে।একটি আঁকড়া ও বিয়ারিং ব্যবহার হতে পারে। বেশি ওজনের বস্তু তুলতে ইলেকট্রিক মোটর ব্যবহার হয়।
পুলি কত প্রকার?
সাধারণত পুলি তিন প্রকার যথা:
1. Fixed pully
2. Movable Pully
3. Compund pully
Fixed pully
ফিক্সড পুলি একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে।অর্থাৎ কোথায় আটকিয়ে দড়ি টেনে বস্তু উত্তোলন করা হয়।
Movable Pully
এই পুলিকে সুবিধামত সরানো যায়। এক জায়গা থেকে ভিন্ন জায়গায় নেয়া যায়।
Compound pully
কম্পাউন্ড পুলি বলতে যখন কোন বস্তু একাধিক পুলির ঘূর্ণনের সাহায্যে তোলা হয়।
0 Comments:
Post a Comment