বিদ্যুৎ শক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন 

Important Mcq question about Electric energy 

চল বিদ্যুৎ কে আবিষ্কার করেন? 

উত্তর: ইতালির প্যালোনা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শরীরতত্ত্ববিদ লুইগি গ্যালভানি ১৭৮৬ সালে।

স্থির বিদ্যুৎ কে আবিষ্কার করেন? 

উত্তর: গ্রিক দার্শনিক থেলিস (খ্রীস্টপূর্ব ৬০০ অব্দে)


চল বিদ্যুৎ কত প্রকার?

উত্তর: দুই প্রকার  এসি আর ডিসি।

তড়িৎ প্রবাহ কাকে বলে? 

কোনো বিদ্যুৎ পরিবাহকের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে।

ব্যাটারি বা সরল তড়িৎ কোষে কোন কোন ধরনের  দন্ড ব্যবহার হয়? 

উত্তর: ধনাত্মক পাত হিসাবে  কার্বনদন্ড আর ধনাত্মক পাত হিসাবে দস্তার চৌঙ ব্যবহার হয়।

রোধ বা Resistance কাকে বলে? 

উত্তর: পরিবাহকের যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাঁধা পায় তাকে রোধ বলে।

তাপমাত্রার সাথে বিদ্যুৎ  রোধের সম্পর্ক কী?

তাপমাত্রা বাড়লে প্রায় সকল পরিবাহকের রোধ বৃদ্ধি পায়। আর অর্ধপরিবাহী যেমন সিলিকন,জার্মেনিয়াম কার্বনের রোধ হ্রাস পায়। 


মানবদেহের  বিদ্যুৎ পরিবাহী রোধের পরিমাণ কত?

উত্তর: শুকনো অবস্থায় মানবদেহের রোধ ৫০০০০ ওহম আর ভেজা অবস্থায় ১০০০০ ওহম। 

কোন এককে বিদ্যুৎ এর বানিজ্যিক হিসাব করা হয়?

উত্তর: কিলোওয়াট ঘন্টা। একে এক বোর্ড অব ট্রেড ইউনিট বা BOT  বলা হয়। 


ট্রান্সফরমার এর কাজ কী?

উত্তর: উচ্চ বিভক শক্তিকে নিম্ন বিভবে আনতে ও নিম্ন বিভকে উচ্চ বিভবে নিতে ব্যবহার হয়। 

হঠাৎ বিদ্যুৎ শক্তি চলে যাওয়াকে কি বলে?

উত্তর:  Black Out. 

পৃথিবীর বিভব কত?

উত্তর: পৃথিবীর বিভব শূন্য কারণ পৃথিবীর আধান ধনাত্মক। 


UPS এর পূর্ণ রুপ কী?

উত্তরঃ Uninterrupted Power Supply.

 IPS এর পূর্ণ রুপ কী?

উত্তর: Instant power system. 

ভ্যানডিগ্রাফ কি?

উত্তর: বৈদ্যুতিক আবেশ এর মাধ্যমে চার্জ উৎপাদনকারী যন্ত্র। 


ফিউজের তার কোন কোন উপাদান দিয়ে তৈরি? 

উত্তর: টিন ২৫% আর সিসা ৭৫% 


কিছু বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম

রুপা,এসিড,প্লাটিনাম, সোনা,মার্কারি, অ্যালুমিনিয়াম,তামা দস্তা।


কিছু বিদ্যুৎ অর্ধ পরিবাহীর নাম

গ্যালিয়াম,জার্মেনিয়াম, গন্ধক,তুলা,সিলিকন,আর্সেনাইড,ইনডিয়াম,ক্যাডমিয়াম

কিছু বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম

এবোনাইট, কাগজ,মোম, রাবার,চীনামাটি, কাচ,প্লাস্টিক।


সর্বভূক আগুন হইতে সাবধান 


নবীনতর পূর্বতন