ভারত সম্পর্কে সাধারণ জ্ঞান
ভারতের বৃহত্তম এমন কিছু সাধারণ জ্ঞান
ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি?
উত্তর: রাজস্থান
ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি?
উত্তর: গোয়া
ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি?
উত্তর: হিমালয়
ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটা?
উত্তর: গডউইন অস্টিন। গডউইন অস্টিন এর আরেক নাম কেটু।
ভারতের সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য কোনটা?
উত্তর: কেরেলা
ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য কোনটা?
উত্তর: বিহার
সর্বোচ্চ মালভূমি কোনটা?
উত্তর: লাদাখ
ভারতের সবচেয়ে বৃহত্তম ও উচ্চতম বাঁধ কোনটা?
উত্তর: তেহরী বাঁধ
ভারতের সবচেয়ে দীর্ঘ রেলস্টেশন কোনটা?
উত্তর: গোরখপুর
ভারতের বৃহত্তম জেলা কোনটা?
উত্তর: গুজরাটের কচ্ছ
ভরতের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটা?
উত্তর: মাহে
ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটা?
উত্তর: গঙ্গা
ভারতের সবচেয়ে দীর্ঘ উপনদী কোনটা?
উত্তর: যমুনা
ভারতের সবচেয়ে বড় মন্দির কোনটা?
উত্তর: শ্রী রঙ্গনাথস্বামী মন্দির (গুজরাট)
ভারতের বৃহত্তম পশুমেলা
উত্তর: শোনপুর (বিহার)
ভারতের বৃহত্তম মসজিদ কোনটা?
উত্তর: জামা মসজিদ
ভারতের বৃহত্তম লাইব্রেরী কোনটা
উত্তর: ন্যাশনাল লাইব্রেরী (কলকাতা)
ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটা?
উত্তর: হাওড়া সেতু
ভারতের বৃহত্তম জাদুঘর কোথায়?
উত্তর: জাতীয় জাদুঘর (কোলকাতা)
ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটা?
উত্তর: আলিপুর (কলকাতা)
ভারতের বৃহত্তম কারাগার কোনটা?
উত্তর: তিহাড় কারাগার দিল্লি।
ভারতের বৃহত্তম প্লানেটরিয়াম কোনটা?
উত্তর: বিড়লা প্লানেটরিয়াম (কলকাতা)
ভারতের বৃহত্তম গম্বুজ কোনটা?
উত্তর: গোলগম্বুজ (বিজাপুর)
Leave a Comment