মহররম মাসের ইতিহাস
মহররম মাস মুসলিমদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুধু মুসলিম বললে ভুল হবে যারা মুসা আঃ তথা মোসেস কে অনুসরণ করে তাদের কাছেও এটা সমান গুরুত্বপূর্ণ। কারণ এই মাসে মিশরের রাজা ফারাও এর পতন ঘটে।এই মাসে নূহ এর আর্ক তথা নূহ আঃ তার নৌকা থেকে নেমে আসেন।পবিত্র কোরআনে নূহ এর আর্ককে সাফিনা বলা হয়েছে।
পবিত্র মহরম মাস দিয়ে আরবি নববর্ষের শুরু।এই মাসে ১০ তারিখ আশুরা। এই দিনে ইয়াজিদ এর বাহিনীর হাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি তথা হযরত আলী এর পুত্র ইমাম হুসাইন শহিদ হউন।
পবিত্র মহরম মাসের আশুরা উপলক্ষে মুসলিমরা রোজা রাখেন।আশুরার দিন মসজিদে আল্লাহর সন্তুষ্টির আশায় অতিরিক্ত নামায আদায় করা হয়।
No comments:
Post a Comment