Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৮/০৮/২০২২

যেভাবে ইসলামের চার খলিফার মৃত্যু হয়

 চার খলিফার মৃত্যুর কারণ 


হযরত আবু বক্কর (রাঃ) কিভাবে মারা যান?

হযরত আবু বক্কর ২৩ আগস্ট ৬৩৪ খ্রিস্টাব্দে মাত্র ৬০ বছর  বয়সে মদিনার হেজাজে স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করেন।ইসলামের চার খলিফার মধ্যে একমাত্র আবু বক্কর স্বাভাবিক মৃত্যু বরণ করেন। তিনি ২ বছর ২ মাস ১৪ দিন খলিফা হিসেবে নিযুক্ত ছিলেন। 


হযরত ওমর বিন খত্তাব (রা:) যে শহীদ হউন 

হজরত ওমর তখন ফজরের সালাত আদায় করছিলেন। এমন সময় পার্সিয়ান ( বর্তমান ইরান) এক দাস দ্রুত এসে ওমরের পেটে ছুরিকাঘাত করেন। হযরত ওমর মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় বিছানাগত হয়ে কয়েক দিন পর মারা যান।যে লোকটি হযরত ওমরকে হত্যা করেছিল তার নাম আবু লু'লু ফিরোজ (Abu Lulu Feroz).।লুলু ছিলেন একজন Zoroastrian.পালিয়ে যাওয়ার সময় মুসলিমরা তাকে ধরতে গেলে তিনি আত্মহত্যা করেন।


হযরত ওসমান (রাঃ) কিভাবে মারা যান?

হযরত ওসমানের হত্যা নিয়ে নানা ঘটনা ও বিতর্ক রয়েছে। 

কেউ বলে ইবনে সাবা ওসমান হত্যায় দায়ী।কেউ বলে আয়েশা (রাঃ)  দায়ী।কেউ বলে হযরত আলী দায়ী।আবার কেউ বলে মদীনার বাইরে থেকে লোক এসে ওসমানকে হত্যা করে চলে যায়।আমরা এসকল বিতর্কে কোনটা গ্রহণ করবো তা জানি না।তবে এতটুকু সর্বসম্মতিক্রমে স্বীকৃত যে মদীনাবাসীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।একদল হযরত ওসমান এর ব্যাপারে মদীনা ও মদীনার বাহিরের সাহাবাদের ক্ষেপিয়ে তোলে।পরে তারা ওসমানকে ঘরে আবদ্ধ করে রাখে।এবং হত্যা করে।

হযরত আলিকে যেভাবে হত্যা করা হয়

আবদ আল রহমান ইবনে আমর ইবনে মুলজাম আল মুরাদি নামে একজন বিষাক্ত তরবারি  দিয়ে হযরত আলীর মাথায় আঘাত  করে। দুইদিন অসুস্থ থাকার পর ৬২ কি ৬৩ বছর বয়সে আলীর মৃত্যু হয়।হযরত আলী ছিলেন ইসলামের চতুর্থ খলিফা।


চার খলিফার মৃত্যু