Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

বিভিন্ন প্রকার পানি ও তার পরিচিতি

 পানির পরিশোধন ও রূপান্তরের ভিত্তিতে পানির প্রকার

নদীর পানি,পুকুরের পানি, কূপের পানি, বন্যার পানি, বৃষ্টির পানি পানিকে এভাবে ভাগ করা আমাদের উদ্দেশ্য নয়।আমরা পানিকে ব্যবহারভেদে ও পরিশোধন এর ভিত্তিতে পানিকে চারভাগে বিভক্ত করা হলো।

বিভিন্ন প্রকার পানি

১. Distilled Water

২. Soft Water

৩. Heavy Water

৪.  Hard Water


ডিস্টিলড ওয়াটার কী?  ডিস্টিলড ওয়ালটার কাকে বলে?

পানিকে বাষ্পে পরিণত করে পুনরায় তরলে পরিণত হওয়া পানিকে Distilled Water বলে। সাধারণত ডিস্টিলড মেশিনের মাধ্যমে ডিস্টিলড ওয়াটার তৈরি করা হয়। ইলেক্ট্রিক ব্যাটারি ও ল্যাবে  Distilled water ব্যবহার হয়। 


সফট ওয়াটার কাকে বলে?

উত্তর:  পরিশোধনের মাধ্যমে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও আইরনমুক্ত  পানিকে Soft Water বলে।

সফট  ওয়াটার এর ব্যবহার

সফট ওয়াটার মেশিনের চিলিং এ, বয়লারে ব্যবহার করা হয়। সফটওয়াটার ব্যবহারের কারণ হলো মেশিন ও বয়লারে যাতে ক্ষয়কারী আস্তরণ না পড়ে।


হার্ড ওয়াটার কাকে বলে?

পানিতে অতিমাত্রায় খনিজ মিশ্রিত পানিকে Hard Water  বলে।যেমন চক,জিপসাম,কার্বনেট, বায়োকার্বোনেট, সালফেট মিশ্রিত পানিকে হার্ড ওয়াটার বলে।


হেভী ওয়াটার কাকে বলে?

হাইড্রোজেন পরমাণুকে আংশিক বা সম্পূর্ণভাবে সরিয়ে ডিউটেরিয়াম প্রতিস্থাপিত হয়ে যে পানি গঠন হয় তাকে ভারী পানি বলে।

ভারী পানির সংকেত  D2O

ভারী পানি পারমানবিক চূল্লিতে মডারেটর হিসাবে ব্যবহার হয়। 



কোন মন্তব্য নেই: