বিভিন্ন দেশের পূর্ব নাম
থাইল্যান্ডের পূর্ব নাম কী?
উত্তর: শ্যাম দেশ
হারারের পূর্ব নাম কী?
উত্তর: সলসব্যয়ী
ঘানার পূর্ব নাম কী ছিল?
উত্তর: গোল্ড কাস্ট
ফ্রান্সের পূর্ব নাম কী?
উত্তর: দ্য গোল
জাপানের পূর্ব নাম কী?
উত্তর: নিপ্পন
জার্মানির পূর্ব নাম কী?
উত্তর: ডায়েচল্যান্ড
সুইজারল্যান্ড এর পূর্ব নাম কী?
উত্তর: হেলভেসিয়া
সেন্ট পিটার্সবার্গ এর পূর্ব নাম কী?
উত্তর: হেলভেসিয়া
তাইওয়ানের পূর্ব নাম কী?
উত্তর: ফরমোজার
ইরাকের পূর্ব নাম কী?
উত্তর: মেসোপোটেমিয়া
নেদারল্যান্ডসের পূর্ব নাম কী?
উত্তর: হল্যান্ড
চীনের পূর্ব নাম কী?
উত্তর: ক্যাথে
মাদাগাস্কার এর পূর্ব নাম কী?
উত্তর: মালাগাছি
জাম্বিয়ার পূর্ব নাম কী?
উত্তর: উত্তর রোডেশিয়া।
ইথিওপীয়ার পূর্ব নাম কী?
উত্তর: আবিসিনিয়া
সুরিনাম এর পূর্ব নাম কী ছিল?
উত্তর: ডাচ গায়ানা
দক্ষিণ-পশ্চিম আফ্রিকার বর্তমান নাম কি?
উত্তর: নামিবিয়া
মিয়ানমারের পূর্ব নাম কী?
উত্তর: বার্মা বা ব্রহ্মদেশ
No comments:
Post a Comment