Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৮/০৮/২০২২

ছাগল সম্পর্কে অজানা তথ্য

 ছাগল সম্পর্কে সাধারণ জ্ঞান 


ছাগল কোন   বংশ তথা পরিবারের অন্তর্ভুক্ত? 

উত্তর: ছাগল Capra গোত্রের অন্তর্ভুক্ত। 

ছাগলকে গৃহে পালিত করা হয় কবে থেকে?

উত্তর: প্রায় দশ হাজার বছর পূর্ব হতে। 

কোথায় প্রথম ছাগল লালন পালন শুরু হয়? 

উত্তর: পশ্চিম   ইরানে।

এশিয়ায় কত প্রজাতির ছাগল পাওয়া যায়? 

উত্তর: ৩০০ প্রজাতির। 

ভারতের কোথায় সবচেয়ে বেশি ছাগল পাওয়া যায়? 

উত্তর: রাজস্থানে। দ্বিতীয় পশ্চিম বাংলা। 

ছাগল ঘরকে ইংরেজিতে কি বলে?

উত্তর: Loafing Shed.


পশ্চিম বাংলার বিখ্যাত ছাগলের নাম কী?

উত্তর:   Black Bengal.  ব্ল্যাক বেঙ্গল যে শুধু পশ্চিম বাংলার তা নয় বাংলাদেশ, আসাম, উড়িষ্যার বিখ্যাত ছাগলের নাম Black Bengal. 


গরিবের গরু বলা হয় কোন পশুকে?

উত্তর: ছাগলকে।