Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

কোরআনে বর্ণিত বিভিন্ন সম্প্রদায়ের নাম

অতীত আরবের বিভিন্ন গোত্রের পরিচয়।

পবিত্র কুরআনে বর্ণিত বিভিন্ন সম্প্রদায় ও জাতির নাম ও জাতির ইতিহাস 


বনু ইসমাঈল কারা?

হযরত ইব্রাহিম আঃ এর প্রথম মিশরীয় স্ত্রী হযরত হাজারের গর্ভে জন্মগ্রহণকারী হযরত ইসমাঈল এর বংশধরদের বনু ইসমাঈলন বলে।


বনু ইসরাইল জাতি কারা?

হযরত ইব্রাহিম এর দ্বিতীয় স্ত্রী (ইরাকি) হযরত সারার গর্ভে জন্মগ্রহণকারী হযরত ইসহাকের পুত্র হযরত ইয়াকুব ওরফে হযরত ইসরাইল এর বংশধরদের বনু ইসরাইল বল হয়। বনু ইসরাইল সম্প্রদায় প্রায় চারশ বছর মিশর শাসন করে।ক্ষমতায় আসে ফেরাউন বা ফারাও সম্প্রদায়। বনু ইসরাইলদের উপর ফারাও রাজারা অত্যাচার করত। সর্বশেষ ফারাও রাজার হজরত মুসা আঃ এর মাধ্যমে পতন হয়। হযরত মুসা আঃ ছিল বনু ইসরাইল সম্প্রদায়ের।


  বনু কুরাইজা কারা

রোমান ও ইহুদিদের মধ্যে যখন যুদ্ধ হয় তখন বনু কুরাইজা গোত্র হেজাজে চলে আসে। অর্থাৎ বনু কুরাইজা গোত্র মক্কা, মদিনা,তায়েফ ও জেদ্দায় বসবাস করতে থাকে। 



বনু  নাদির কারা

বনু নাদির ছিল আরবে বসবাসকারী ইহুদি উপজাতি। তাদের আদি পুরুষ আন নাদির জুডিয়া থেকে মদিনায় চলে আসে। অনেকে বলে নাদির গোত্র হারুন আঃ এর বংশধর।  আরবের কুরাইশদের সাথে মিশে খয়বার যুদ্ধে অংশগ্রহণ করেছিল।


আদ জাতি কারা? সামুদ জাতি কারা? 

আরবের সবচেয়ে পুরনো জাতিদের একটি আদ জাতি।প্রচন্ড ঝড়ে আদ জাতি ধ্বংস হয়ে যায়। আদ জাতির পথ প্রদর্শনের জন্য হুদ আঃ এর আগমন ঘটে।


সামুদ জাতিও আরবের প্রাচীন একটি জাতি।যারা তাদের পাপকর্মের কারণে ধ্বংস হয়ে যায়।হযরত সালেহ আঃ এসেছিল তাদের পথ প্রদর্শনের জন্য।



No comments: