শিল্প কলকারখানার দূষিত পানি পরিশোধনের পদ্ধতি
WTP এর কার্যপ্রণালী
WTP অর্থ Water Treatment Plant
এই পদ্ধতিতে পানি পরিশোধনের জন্য বিভিন্ন ভেসেল ও ফিল্টার ব্যবহার করা হয়।
প্রথমে পানি Multi grade Filter বা MGF ভেসেল এ যায়।এই ভেসেলে বিভিন্ন স্তরে বিশেষভাবে বালি, পাথর থাকে।
সংক্ষেপে MGF এর কাজ হলো পানিতে দ্রবীভূত কাঁদা, ময়লা,ধূলা-বালী ও অন্যান্য কঠিন পদার্থ থেকে পানিকে আলাদা করা।
ACF= Activated Carbon Filter
ACF ভেসেলে বিভিন্ন স্তরে বিশেষ ফিল্টার থাকে।ACF সিস্টেমে পানিতে দ্রবীভূত রঙ,গন্ধ, জৈব পদার্থ, ক্লোরিন অপসারণ করতে ব্যবহার করা হয়।
Softner
Softner ভেসেলে রেজিন থাকে। এই রেজিনের মাধ্যমে পানিতে থাকা ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ও আয়রন অপসারণ করতে ব্যবহার হয়।
RO system
RO system একধরনের পানি পরিশোধন সিস্টেম। সহজে যদি বলি বাসা বাড়িতে পানি পরিশোধনের যে মেশিন থাকে সেটা মূলত RO সিস্টেমে পানি পরিশোধন করে।অনেকে Water Purify Machine হিসাবে জানে।
RO শব্দের অর্থ Reversed Osmosis
RO Plant পানিতে থাকা ব্যাক্টেরিয়া, মিশ্রিত সলিডস,আয়রন ও অন্যান্য ক্ষতিকর উপাদানের প্রায় ৯৯% পরিশোধন করতে সক্ষম। ইন্ডাস্ট্রিতে বৃহৎ পরিসরে RO Plant তৈরি করা হয়। তো আমরা বাসা বাড়ির Water Purify মেশিন কিভাবে কাজ করে তা জানবো।
পানির প্রেসার তৈরি করে বিভিন্ন ফিল্টার পাশ এর মাধ্যমে পরিশোধন করা হয়।
প্রথমে স্টেজ PP Melt Blown Sediment Filter থাকে এর মাধ্যমে পানিতে দ্রবীভূত ধূলি-বালি, ময়লা পরিষ্কার করা হয়।
সেকেন্ড স্টেজ ফিল্টার এর নাম হলো Ecomix D filter এর মাধ্যমে পানির হার্ডনেস কমানো হয়, ক্লোরিন মুক্ত করা হয়, ক্ষতিকারক উপাদান যেমন লিড,কপার সেপারেট করা হয়।
তৃতীয় ধাপের নাম Carbon Filter
কার্বন ফিল্টার এর মাধ্যে পানির রঙ ও গন্ধ দূর করা হয়।
লবনাক্ত পানি পরিশোধন, ক্লোরিন দূর করতে ও পানির স্বাদ আনার জন্য আরো তিনটি ফিল্টার ব্যবহার। যেমন
Membrane Filter লবন,আয়ন দূর করে। এরপর UF Filter বা Ultrafilteration ও post Filter পানির বিশুদ্ধতা নিশ্চিত করে।
ETP Plant এর কার্যপ্রণালী
ETP Plant= ইটিপি শব্দের অর্থ Effluent Treatment Plant. ইন্ডাস্ট্রির জৈব উপদান মিশ্রিত পানি বা পচনশীল পানি পরিশোধনের একটি কার্যকরী উপায়। প্রথমে পানির PH দেখে Chemical Treatment করা হয়। যদি পান ক্ষারীয় হয় তবে এসিড মেশানো হয় আর যদি পানি এসিডিক হয় তবে ক্ষার মেশানো হয়। পানির PH 6.50-7.50 রাখা হয়।
যদি পানির COD শর্করা, কার্বোহাইড্রেট বা খাদ্য জাতীয় জৈবিক রসের কারণে বাড়ে তবে বায়োলজিকালি ট্রিটমেন্ট করা হয়। অর্থাৎ ট্যাংকে গোবিষ্ঠা ও পানি মিশিয়ে তাতে অক্সিজেন ডোজিং করে স্লাজ ও ব্যাক্টেরিয়া তৈরি করা হয়। এই অনু ব্যাক্টেরিয়াগুলো পানিতে থাকা জৈবিক রস খেয়ে পানির COD অর্থাৎ Chemical Oxygen Demand কমিয়ে পানিকে পরিশোধন করে।
STP Plant এর কার্যপ্রণালী
STP এবং ETP এর কার্যপ্রণালী প্রায় একই।তবে STP তে স্লাজ ব্যাক্টেরিয়ার খাবার এর জন্য আলাদা মিডিয়া ব্যবহার হয়।এই মিডিয়াতে ইউরিয়া দেয়া হয়।
No comments:
Post a Comment