Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৩/০৯/২০২২

বিভিন্ন ধরনের হাইড্রোলিক ডিভাইস এর নাম ও কাজ

গুরুত্বপূর্ণ কিছু    হাইড্রলিক্স ডিভাইস এর নাম



১। হাইড্রলিক প্রেস (Hydraulic press),

২। হাইড্রলিক অ্যাকুমুলেটর (Hydraulic accumulator),

৩। হাইড্রলিক ইনটেনসিফায়ার (Hydraulic intensifier),

হাইড্রলিক ক্রেন (Hydraulic crane), এবং

৫। হাইড্রলিক লিফ্ট (Hydraulic lift) etc


১৪.৩ হাইড্রলিক ডিভাইস যেমন- হাইড্রলিক প্রেস, হাইড্রলিক অ্যাকুমুলেটর, হাইড্রলিক ইনটেনসিফায়ার,

হাইড্রলিক ক্রেন, হাইড্রলিক লিফট, ইত্যাদির কাজ (Mention the function of hydraulic devices, vig.

hydraulic press, hydraulic accumulator, hydraulic intensifier, hydraulic crane, hydraulic

lift, etc) :


হাইড্রোলিক ডিভাইস এর কাজ


হাইড্রলিক প্রেস - এটি এমন একটি যন্ত্র, যার দ্বারা অনেক কম বল প্রয়োগ করে অপেক্ষাকৃত অনেক বেশি ওজন উত্তোলন করা

যায় । এটি প্যাসকেলের সূত্রের নীতির উপর ভিত্তি করে কাজ করে। এটি সাধারণত কোন বস্তু; যেমন- পাট, সুতা, তুলা ইত্যাদি

জিনিসকে সঙ্কুচিত করতে ব্যবহার করা হয়।



হাইড্রলিক অ্যাকুমুলেটর -হাইড্রলিক অ্যাকুমুলেটর এমন এক বিশেষ ধরনের সিলিন্ডার যেখানে পানি অতি উচ্চ চাপে জমা করে

রাখা যায়। প্রয়োজনে ঐ উচ্চ চাপে রক্ষিত পানি বিভিন্ন কাজে লাগানো হয়।

হাইড্রলিক ইনটেনসিফায়ার -হাইড্রলিক ইনটেনসিফায়ার এমন একটি যন্ত্র, যা নিম্ন চাপের অধিক পরিমাণ পানির শক্তিকে কাজে

লাগিয়ে পানির চাপের তীব্রতা বাড়ায়। পাম্প হতে পানি নিম্নচাপে বড় সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে। পরে ঐ পানি উচ্চ চাপ

সিলিন্ডার অর্থাৎ ছোট সিলিন্ডার, যা চলমান তার সাহায্যে উচ্চ চাপে স্থির র‍্যামের মধ্য দিয়ে বিভিন্ন মেশিনে প্রবাহিত হয়।

হাইড্রলিক ক্রেন -এটি এমন এক ধরনের যন্ত্র, যা ডক ইয়ার্ড বা পোতাশ্রয়সমূহে, বড় বড় গুদামঘরে বা বিভিন্ন ওয়ার্কশপে

ব্যাপকভাবে বস্তু উত্তোলন বা স্থানান্তর করতে ব্যবহার করা হয়। ক্রেনের সাহায্যে একসাথে প্রায় ২৫০ টন পর্যন্ত ওজনের বস্তু

উত্তোলন বা স্থানান্তর করা যায়।

হাইড্রলিক লিফ্ট - এটি এমন একপ্রকার যন্ত্র, যার সাহায্যে বহুতলবিশিষ্ট ভবনের এক তল হতে অন্যতলে মালপত্র অথবা যাত্রী

উঠানো বা নামানো যায়। এর সাহায্যে অতি সহজে এবং অল্প সময়ে বহুতলবিশিষ্ট দালানে উঠানামা করা যায়।


মেকানকিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরির প্রস্তুতি, মেকানিক্যাল ডিপার্টমেন্ট চাকরির পড়াশোনা 


হাইড্রোলিক ডিভাইস