হেডলস বলতে কি বুঝায়? ইহা কত প্রকার ও কি কি ? কি কি কারনে হেডলস হয় উহাদের নাম সুত্র সহ লিখ।
হেডলস: তরলের প্রবাহ পথে অবস্থান, আকার, তাপের পরিবর্তন,ঘর্ষনজনিত বাধা ইত্যাদির কারনে এর হেড এর যে ঘাটতি দেখা যায়।
হেডলস দুই প্রকার
ক) মেজর লস (ঘর্ষন জনিত কারনে হয়)
খ. মাইনর লস
যেসব কারণে হেডলস হয় সেগুলো হলো:
ঘর্ষন জনিত কারনে লস hf= 4 flv²/2gd (ডার্সির সূত্র)
hy = il (চেজির সূত্র)
পাইপের ব্যাস হঠাৎ বৃদ্ধি পাওয়ার জন্য লস= h=(v1-v2)2/2g
৩. পাইপের ব্যাস হঠাৎ হৃাস পাওয়ার জন্য লস h = 0.375(v2/2g)
৪. ট্যাংক থেকে পানি পাইপে প্রবেশ করার জন্য লস h = 0.5(v2/2g)
৫. পাইপ থেকে পানি বের হওয়ার সময় লস h= v2/2g
No comments:
Post a Comment