Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৪/০৯/২০২২

বাংলার প্রাচীন শাসকগোষ্ঠী

 প্রাচীন বাংলার ইতিহাস 


আলেকজান্ডারের শাসন

গ্রিক বীর আলেকজান্ডারের জন্ম— খ্রিস্টপূর্ব ৩৫৬ অব্দে।


1শৈশবে আলেকজান্ডার শিক্ষা লাভ করেন কার কাছে?

 প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের নিকট।

আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করেন কত বছর বয়সে? — ২০ বছর বয়সে।

সম্রাট আলেকজান্ডার সুদূর গ্রিস থেকে একের পর এক রাজ্য জয় করে ইরান আফগানিস্তান হয়ে ভারতবর্ষ আক্রমণ করেন কবে — খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে।

আলেকজান্ডার তক্ষশীলা ও সিন্ধু উপত্যকার রাজন্যবর্গকে আনুগত্য স্বীকারের আমন্ত্রণ জানিয়ে দূত প্রেরণ করলে বশ্যতাস্বীকারের প্রতিশ্রুতিসহ প্রচুর পরিমাণে

উপঢৌকন প্রেরণ করেন— তক্ষশীলার রাজা অম্ভি। এ প্রসঙ্গে ড. রমেশ

মজুমদার বলেন, 'উপমহাদেশে ইহাই হলো দেশদ্রোহিতার সর্বপ্রথম দৃষ্টান্ত'।


 গ্রিক অধিকৃত অঞ্চলসমূহ জয় করেন কে?

 চন্দ্রগুপ্ত মৌর্য 



মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য (৩২১ খ্রিস্টপূর্বাব্দে)।প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট ছিলেন কে?

 চন্দ্রগুপ্ত মৌর্য ।

গুপ্ত বংশের তৃতীয় শাসক কে ছিলেন? 

বিক্রমাদিত্য 

বিক্রমাদিত্যের আপর নাম কী?

দ্বিতীয় চন্দ্রগুপ্ত


সর্বশেষ মৌর্য সম্রাট— বৃহদ্রথ ।

চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন- চাণক্য, যার ছদ্মনাম কৌটিল্য । 

রাষ্ট্রশাসন ও কূটনীতি কৌশলের সার সংক্ষেপ ‘অর্থশাস্ত্র’-এর রচয়িতা।

গুপ্ত যুগে চতুরঙ্গ অর্থাৎ দাবা খেলার প্রচলন ছিল।


প্রাচীন অর্থশাস্ত্রবিদ ও চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য।

 চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল— পাটলিপুত্র।

মহারাজ অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন— কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে।

বৌদ্ধধর্মের কনস্ট্যানটাইন বলা হয়— অশোককে।

মেগাস্থিনিস ছিলেন— চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত।

গুপ্ত শাসন

 গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা— প্রথম চন্দ্রগুপ্ত (৩২০ খ্রিস্টাব্দে)।

গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন— প্রথম চন্দ্রগুপ্ত।

গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে? — সমুদ্র গুপ্ত ।

চীনা পরিব্রাজক ফা-হিয়েন ভারতবর্ষে আগমন করেন কোন আমলে?

 দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে।


গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয় কাদের হাতে?

— হুন শক্তির হাতে।


গৌড় শাসন

বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে?

 শশাঙ্ক


হিউয়েন সাঙ বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছেন— শশাঙ্কনে

চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাঙ ভারতে আসেন কবে? – হর্ষবর্ধনের আমলে।


বাংলার সর্বপ্রাচীন


গৌড়ের স্বাধীন নরপতি কে ছিলেন? 

- শশাঙ্ক।


পাল শাসন

পাল বংশের রাজাগণ বাংলায় রাজত্ব করেছেন প্রায় চারশ বছর ।

পাল রাজারা যে ধর্মাবলম্বী ছিলেন— বৌদ্ধ।



পাল বংশের প্রতিষ্ঠাতা কে — গোপাল ।

নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহারের’ প্রতিষ্ঠাতা কে?

— রাজা ধর্মপাল।


সেন শাসন আমল

সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা কে

— হেমন্ত সেন।

সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম বা স্বাধীন রাজা কে ছিলেন

— বিজয় সেন।

সেন বংশ ও বাংলার শেষ হিন্দু রাজা কে?— লক্ষ্মণ সেন।

কৌলিন্য প্রথার প্রবর্তক কে? – বল্লাল সেন।


 লক্ষ্মণ সেন  কোন ধর্মের  ছিলেন

 বৈষ্ণব ধর্মাবলম্বী।