ভারতে মুসলিম শাসকদের আগমন 

ভারতে মুসলিমদের আগমন অনেক আগে ঘটেছিল। আরব বণিকদের মাধ্যমে তবে মুসলিম শাসকদের আগমন ঘটে পরে। সে বিষয়ে আজকের সাধারণ জ্ঞান 


বাংলায় মুসলিম শাসকদের আগমন 


দাহির কে ছিলেন — সিন্ধু ও মুলতানের রাজা ।মুহাম্মদ বিন কাশেম যাকে পরাজিত করেন।

কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন– তারিক।

আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন— দাহির।

 প্রথম মুসলিম সিন্ধু বিজেতা কে ছিলেন? — মুহাম্মদ-বিন-কাসিম।

 গজনীর অধিপতি সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন কত বার? 

 ১৭ বার ।

সুলতান মাহমুদের সভাকবি ছিলেন কে?

— মহাকবি ফেরদৌসী।

ভারতে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিস্তার করেন কে?

—– মুহাম্মদ ঘুরী।

প্রথম তরাইনের যুদ্ধ সংঘটিত হয় কবে?

— ১১৯১ সালে। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী

পৃথ্বীরাজের কাছে পরাজিত হন।


 দ্বিতীয় তরাইনের যুদ্ধে মুহাম্মদ ঘুরী পৃথ্বীরাজকে পরাজিত করেন কত সালে?

১১৯২ সালে।


ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে

— মুহাম্মদ ঘুরী।

মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম কী

— মুঈজ-উদ-দীন মুহাম্মদ-বিন-সাম।


 বখতিয়ার খলজির অতর্কিত আক্রমণে রাজা লক্ষ্মণ সেন পালিয়ে আশ্রয় নেন কোথায়?

— পূর্ববঙ্গের বিক্রমপুরে।


 বখতিয়ার কর্তৃক বাংলা আক্রমণকালে লক্ষ্মণ সেন কোথায় ছিলেন? 

রাজধানী নদীয়ায় ।


 বখতিয়ার খলজি বাংলা জয় করেন কবে?

— ১২০৪ খ্রিস্টাব্দে এবং মারা যান ১২০৬ খ্রিস্টাব্দে।


বাংলার মুসলমান রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে কার আমলে?

 সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে।


বাংলায় সুলতানী শাসন প্রতিষ্ঠা


 ইবনে বতুতার আগমন ঘটে কবে?

— ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে

(১৩৪৬ খ্রিস্টাব্দে)।


ইবনে বতুতা কে ছিলেন?

— মরক্কোর পর্যটক।


সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করে?

 ফা হিয়েন।


বাংলায় মুসলিম শাসকদের আগমন


Previous Post Next Post