কোন বাদ্যযন্ত্রের আবিষ্কারক কে
তবলা কে আবিষ্কার করেন? তবলার আবিষ্কারক
১৭৩৮ খ্রীস্টাব্দের দিকে আমির খসরু তবলা আবিষ্কার করেন।
ঢোল কে আবিষ্কার করেন? ঢোলের আবিস্কারক কে?
উত্তর: ঢোলের আবিস্কারক কে তা বলা মুসকিল। সিন্ধু সভ্যতার সময় গান বাজনায় ঢল ব্যবহার হতো।ঢোল ইন্দো আর্য শব্দ। আইন এ আকবরই তে ঢোলের উল্লেখ পাওয়া যায়। ভারতের উত্তর প্রদেশে এর উৎপত্তি হতে পারে।
একতারা এর আবিষ্কারক কে?
উত্তর: এক মানে একটি আর তারা মানে তার। একটি তার আছে এমন বাদ্যযন্ত্রকে একতারা বলে।আর দুটি তার আছে এমন বাদ্যযন্ত্রকে দোতারা বলে।এটিও ে
হারমোনিয়ামে আবিষ্কার করেন কে? হারমোনিয়াম এর আবিস্কারকের নাম কী?
উত্তর: হারমোনিয়াম এর ডিজাইন করা হয় ১৭০০ সালের দিকে।কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিয়া গোটলিয়েব কেরাজেনেস্টীন প্রথম হারমোনিয়াম এর ডিজাইন করে।১৮৪২ সালে ফ্রান্সের আবিষ্কারক আলেকজান্ডার ডিবিয়ান প্রথম হারমোনিয়াম আবিষ্কার করেন এবং এর পেটেন্ট পান।উনবিংশ শতাব্দীর শুরুর দিকে ভারতে প্রথম হারমোনিয়াম আসে।
বাঁশের বাঁশি কে আবিষ্কার করেন? বাঁশের বাঁশির আবিষ্কারকের নাম কী?
উত্তর: চীনে প্রথম বাঁশের বাশি আবিষ্কার হয় বলে জানা যায়। তবে ভারতীয় বাঁশের বাঁশি পান্নালাল ঘোষ আবিষ্কার করেন বলে জানা যায়।
সেতার আবিষ্কার করেন কে? সেতারার আবিষ্কারকের নাম কী?
উত্তর: ভারতের মধ্যযুগে সেতার আবিষ্কার হয়। জানা যায় মোঘল ভারতে খসরু খান সিতার বা সেতারকে আরো উন্নত করেন।
পিয়ানো আবিষ্কার করেন কে?
উত্তর: ১৬৯৮ সালে বার্তোলোমিও ক্রিস্টোফার প্রথম পিয়ানো আবিষ্কার করেন।
গিটার আবিষ্কার করেন কে? গিটারের আবিষ্কারকের নাম কী?
উত্তর: ক্রিস্টিয়ান ফ্রেডরিক মার্টিন প্রথম গিটার আবিষ্কার করেন।
No comments:
Post a Comment