Bwdb data entry operator jobs question solution 


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ প্রশ্ন সমাধান সেপ্টেম্বর ২০২২


সন্ধিবিচ্ছেদ 

উত্তরাধিকার = উত্তর+অধিকার

পরীক্ষা = পরি+ঈক্ষা

সূর্যোদয় = সূর্য + উদয়

স্বল্প = সু+অল্প

নাবিক = নৌ+ইক


বাগধারা 

উত্তম মধ্যম এর অর্থ প্রহার করা

অরন্যে রোদন = মিথ্যা আস্ফালন 

জগাখিচুরি = বিশৃঙ্খলা 

গোঁফ খেজুরে = নিতান্ত অলস

কান ভাঙানো = কুপরামর্শ দেয়া


শুদ্ধ বানান গুলো হলো। 

উত্তর :

নথিপত্র

মনিষী 

জলোচ্ছ্বাস 

বুৎপত্তি 

বুদ্ধিজীবী 


এক কথায় প্রকাশ 

উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন 

উপস্থিত বুদ্ধি আছে যার = প্রত্যুৎপন্নমতি

যার দু হাত সমান চলে = সব্যসাচী

ভ্রমরে ধ্বনি = গুঞ্জন 

৫০ বছর পূর্ণ হওয়াকে বলে =  সুবর্ণজয়ন্তী 



ইংরেজিতে অনুবাদ 

স্বদেশপ্রেম একটি মহৎ গুন

Patriotism is great virtue. 


আমি চা  পান করি না।

I Don't take  Tea. 


শব্দটি কেটে দাও

pen through the word

সে সাঁতার দিয়ে নদী পার হলো।

He swam across the river


পানির নিজস্ব কোন রং নেই

water has no colour 


Write the meaning of words


At sea এর অর্থ   = কিংকর্তব্যবিমূঢ়

Black Art = যাদুবিদ্যা 


Dark Horse=  অচেনা লোক 


‌At sixes and seven = এলোমেলো 

Every inch = খুটিনাটি 



Fill in the gaps with article. 

(i) Sugar is nice in .......... cup of tea.

Ans: A

(ii) This is ......... easy task.

Ans: an

(iii) I need ......... visa to go abroad.

Ans: A

(iv) My uncle is ......... LLB.

Ans: An

(V) Industry is ......... mother of good luck.

Ans: The


Correct the following sentences.

(i) The boy lives in a lodging house.

Ans: The boy lives in a lodging.


(ii) He is capable to do it.

Ans: He is capable of doing it.


(iii) He resigned from the post.

Ans: He resigned from  his post.


(iv) She is out of her danger.

Ans: She is now out of her danger.


(V) He came today morning.

He came today in the morning.


৯. একজন দোকানদার প্রতি হালি কমলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

১০. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?

11. a+b=3 এবং ab=2 হলে a3 + b3 এর মান নির্ণয় কর।

১২. দুটি সংখ্যার গ, সা, গু ১৬ এবং ল,সা,গু ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?

১৩. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পুত্রের বয়স ১৬ হলে, পিতার বয়স কত?


নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন।

রাশিয়ার মুদ্রার নাম কী?

উত্তর: রুবল


জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

উত্তর: ৫ টি

সদ্য প্রয়াত ড. আকবর আলি খান কোন মহাকুমার এসডিও ছিলেন?

উত্তর: হবিগঞ্জে 


বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ কোন নদীর উপর নির্মিত হয়েছে?

উত্তর: পিরোজপুরের কচা নদীর উপর


 রানী দ্বিতীয় এলিজাবেথ কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?

উত্তর: ৭০ বছর বয়সে 


কম্পিউটারের স্থায়ী মেমোরির জেনেরিক নাম কী?

উত্তরঃ  ROM

 বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

 উত্তরঃ ১০:৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজ হতে বি.এ. পাস করেছেন?

উত্তরঃ কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।


 ২০২২ সালে কোন নদীর পানি বন্টন নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়? 

উত্তর: কুশিয়ারা নদী


WWW এর পূর্ণরূপ কী?

world wide web


SSD এর পূর্ণরূপ কী?

Solid State device 


শেখ মুজিবুর রহমান লিখিত ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 


Unicode কত বিটের কোড?

১৬ বিট

IPv4 অ্যাড্রেস সিস্টেমে কত বিট অ্যাড্রেস ব্যবহৃত হয়?

৩২ বিট

Ctrl+H শর্টকাট টি কী কাজে ব্যবহার করা হয়?

রিপ্লেস কমান্ড হিসাবে। 


পানি উন্নয়ন বোর্ডের সহকারী সম্প্রসারণ কর্মকর্তা পদের নিয়োগ প্রশ্ন 

পানি উন্নয়ন বোর্ডের সহকারী সম্প্রসারণ কর্মকর্তা পদের প্রশ্ন



BWDB prosno


Previous Post Next Post