Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৬/০৯/২০২২

দিল্লি সালতানাত সাধারণ জ্ঞান

 দিল্লি শাসন সাধারণ জ্ঞান 


সুলতান কুতুবুদ্দিন আইবেক (১২০৬-১২১০)


সুলতান কুতুবুদ্দিন আইবেক জীবন শুরু করেন— মুহাম্মদ ঘুরীর ক্রীতদাস হিসেবে।মুহাম্মদ ঘুরীর অনুমতিক্রমে ভারত বিজয় করে দিল্লিতে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন সুলতান কুতুবুদ্দিন আইবেক। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা  কুতুবুদ্দিন আইবেক।কুতুবুদ্দিন আইবেক ছিলেন  তুর্কিস্তানের অধিবাসী।

দানশীলতার জন্য সুলতান কুতুবুদ্দিন আইবেককে বলা হত—'লাখবক্স'।

দিল্লির কুতুবমিনারের নির্মাণ কাজ শুরু করেন কে?

— কুতুবুদ্দিন আইবেক।

সুলতান কুতুবুদ্দিন আইবেকের মৃত্যু হয়—১২২১ সালে।


সুলতান শামসউদ্দিন ইলতুৎমিশ (১২১১-১২৩৬)

কুতুবুদ্দিন আইবেকের জামাতা ছিলেনকে?

 শামসউদ্দিন ইলতুৎমিশ।

প্রাথমিক যুগে তুর্কী সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে? ইলতুৎমিশ।

দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়— শামসউদ্দিন ইলতুৎমিশকে। ম

 ভারতে মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রা প্রচলন করেনকে?

 সুলতান শামসউদ্দিন ইলতুৎমিশ।

কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেন কে?

উত্তর:  সুলতান শামসউদ্দিন ইলতুৎমিশ।


সুলতান  রাজিয়া

ইলতুৎমিশের কন্যার নাম- সুলতান রাজিয়া ।

সুলতান রাজিয়া দিল্লির সিংহাসনে আরোহণ করেন কবে? 

১২৩৬ খ্রিস্টাব্দে।

 দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী কে?

 সুলতান রাজিয়া ।


সুলতান নাসিরউদ্দিন মাহমুদ (১২৪৬-১২৬৬)

বাংলার প্রথম তুর্কী শাসনকর্তা ছিলেন— ইলতুৎমিশের পুত্র সুলতান নাসিরউদ্দিন মাহমুদ।

সরল ও অনাড়ম্বর জীবনযাপনের জন্য ফকির বাদশাহ নামে পরিচিত ছিলেন কে?

সুলতান নাসিরউদ্দিন মাহমুদ।



কুরআন অনুলিপি ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন কে? খোদাভীরু

সুলতান নাসিরউদ্দিন মাহমুদ।


সুলতান গিয়াসউদ্দিন বলবন (১২৬৬-১২৮৭)

রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য?

 সুলতান গিয়াসউদ্দিন বলবন।

 সুলতান গিয়াসউদ্দিন বলবনের দরবার অলংকৃত করেন কে?

আমীর খসরু।

 'ভারতের তোতা পাখি' নামে পরিচিত কে?

আমীর খসরু ।


আলাউদ্দিন খলজি (১২৯৬-১৩১৬)

আলাউদ্দিন খলজিকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত করেন কে?

পর্যটক ইবনে বতুতা

দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের উপর হস্তক্ষেপ করেন কে? আলাউদ্দিন খলজি।

বিখ্যাত আলাই দরওয়াজা কার কীর্তি? 


আলাউদ্দিন খলজির কীর্তি।

যে সকল গুণীজন আলাউদ্দিন খলজির পৃষ্ঠপোষকতা লাভ করেন- ঐতিহাসিক

জিয়াউদ্দিন বারনী, কবি হোসেন দেহলবী, কবি আমীর খসরু প্রমুখ।

 দাক্ষিণাত্যের দেবগিরির রাজা রামচন্দ্রের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করেন কে?

আলাউদ্দিন খলজী।

যুদ্ধে পরাজিত হয়ে দিল্লির আনুগত্য স্বীকার করেন কে? দেবগিরির রাজা রামচন্দ্র।


মুহম্মদ বিন তুঘলক (১৩২৫-১৩৫১)

। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন (১৩২৬-২৭ খ্রিস্টাব্দে)  কে?

মুহম্মদ বিন তুঘলক।


উত্তর ভারতে মোঙ্গলদের আক্রমণ বেড়ে যাওয়ায় পুনরায় রাজধানী দিল্লিতে ফেরত আনেন কে? 

মুহম্মদ বিন তুঘলক।


সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করে মুদ্রামান

নির্ধারণ করে দেন কে?

 মুহম্মদ বিন তুঘলক।



মাহমুদ শাহ

তুঘলক বংশের শেষ সুলতান ছিলেন-- মাহমুদ শাহ।

তৈমুর লঙ-এর ভারত আক্রমণে পরাজিত হন কে?

মাহমুদ শাহ।

বিখ্যাত তুর্কি বীর তৈমুর ছিলেন- মধ্য এশিয়ার সমরকন্দের অধিপতি।


তৈমুর লঙ ভারত আক্রমণ করেন কবে

১৩৯৮ সালে।


ইব্রাহীম লোদী

 দিল্লির লোদী বংশের সর্বশেষ সুলতান কে 

 ইব্রাহীম লোদী।


দিল্লির সালতানাতের পতন ঘটে? 

 ইব্রাহীম লোদীর পরাজয়ের মাধ্যমে।


হুসেন শাহী বংশের সুলতানের মধ্যে শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ তিনি ৪৫ বছর (১৪৯৩-১৫৩৮ খ্রি. পর্যন্ত) শাসন ক্ষমতায় ছিলেন।


আলাউদ্দিন হুসেন শাহের রাজধানী ছিল কোথায়?  একডালা।

আলাউদ্দিন হুসেন শাহের সেনাপতি কে  পরাগল খান ও ছুটি খান।

হুসেন শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন – বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, যশোরাজ খান প্রমুখ।


। গৌড়ের ছোট সোনা মসজিদ ও ওমতিদ্বার নির্মিত হয়— হুসেন শাহের আমলে।

। বাংলাদেশের আকবর' বলা হতো যে নরপতিকে— হুসেন শাহকে।

নাসিরউদ্দিন নসরৎ শাহ


আলাউদ্দিন হুসেন শাহ-এর পুত্রের নাম কী?

 নাসিরউদ্দিন নসরৎ শাহ ।

গৌড়ের বারদুয়ারী বা বড় সোনা মসজিদ স্থাপত্য শিল্পে অবদান রাখেন কে?

 নসরৎ শাহ।

 কদম রসুল মসজিদ স্থাপত্য শিল্পে অবদান রাখেন কে? নসরৎ শাহ।

আলাউদ্দিন ফিরুজ শাহ ও গিয়াসউদ্দিন মাহমুদ শাহ

নসরৎ শাহ্-এর মৃত্যুর পর তার পুত্র বাংলার সিংহাসনে বসেন— আলাউদ্দিন ফিরুজ শাহ।

 আলাউদ্দিন ফিরুজ শাহের শাসনকাল ছিল মাত্র নয় মাস ।

আলাউদ্দিন ফিজ শাহকে হত্যা করেন— তার চাচা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।


দিল্লির মুসলিম শাসক