Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৩/০৯/২০২২

ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভাইভা পরীক্ষায় যা যা আসে

 তড়িৎ প্রকৌশল বিষয়ে চাকরীর পরীক্ষার ভাইভা প্রস্তুতি 



বিভিন্ন ধরনের পরীক্ষায় ইলেকট্রিক্যাল পদে চাকরি পরীক্ষার ভাইভা প্রস্তুতির জন্য যে বিষয়গুলো আসতে পারে

কারেন্ট কি?

উত্তর: কারেন্ট : পরিবাহীর মধ্যকার মুক্ত ইলেকট্রন সমুহ একটি

নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। ইহাকে "I"

(আই) দ্বারা প্রকাশ করা হয় । কারেন্টের একক অ্যাম্পিয়ার (Amp.)

 অ্যাম্পিয়ার কি? 

উত্তর: অ্যাম্পিয়ার : কোন পরিবাহী বা তারের যে কোন একটি

অংশের মধ্য দিয়া যদি এক কুলম্ব চার্জ এক সেকেন্ড ধরিয়া প্রবাহিত

হয় তবে উক্ত পরিমান চার্জকে এক অ্যাম্পিয়ার বলা হয় ।

ভোল্টেজ কি?

উত্তর: ভোল্টেজ : পরিবাহীর পরমানুগুলির ঋণাত্বক কনিকা বা

ইলেকট্রন সমুহকে স্থানচ্যুত করিতে যে বল বা চাপের প্রয়োজন হয়,

সেই বল বা চাপকে বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। ইহাকে

"V" (ভি) দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজের একক ভোল্ট ।

ভোল্ট কি?

উত্তর: ভোল্ট : যদি কোন পরিবাহীর এক স্থান হইতে অন্যস্থানে এক

কুলম্ব বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করিতে এক জুল কাজ সম্পন্ন হয়,

তবে ঐ দুই স্থানের বিভব পার্থক্যকে এক ভোল্ট বলে ।



 


 পরিবাহীর মধ্য দিয়া কারেন্ট প্রবাহিত হওয়ার

সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারনে উহা বাঁধা গ্রস্থ

হয় উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকেই রেজিষ্ট্যান্স বা রোধ বলে। ইহাকে R

দ্বারা প্রকাশ করা হয় । ইহার একক ওহম (52).

ওহম কি?

উত্তর: ওহম: কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি এক

ভোল্ট হয় এবং উহার মধ্য দিয়া এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত

হয় তবে উক্ত পরিবাহীর রেজিষ্ট্যান্স হইবে এক ওহম। ইহাকে Q

দ্বারা প্রকাশ করা হয়।

Voltmeter কি?

উত্তর: Voltmeter : Voltmeter দ্বারা কোন লোড এর অথবা

কোন লাইন এর Voltage measure করা হয়, উহা লোড এর

সাথে Parallel এ সংযোগ করতে হয়। কেননা উহার internal

resistance অত্যন্ত বেশী।


Ammeter কি?

উত্তর: Ammeter : Ammeter দ্বারা কোন লোড এর মধ্যে দিয়া

প্রবাহিত কারেন্ট অথবা কোন বৈদ্যুতিক লাইন এর কারেন্ট

measure করা হয়। Ammeter এর internal Resistance

খুবই কম, i.c Zero. তাই Ammeter কে লোড এর সাথে সিরিজ এ সংযোগ করা হয়।

ওয়াটমিটার কি?

উত্তর: ওয়াটমিটার : এই যন্ত্রের সাহায্যে বর্তনীর পাওয়ার সরাসরি
পরিমাপ করা হয়। ইহাতে দুইটি কয়েল থাকে। যাহা কারেন্ট করেন।
এবং প্রেসার কয়েল নামে পরিচিত। কারেন্ট কয়েল মোটা থাকে তাই
প্রেসার কয়েল চিকন থাকে। কারেন্ট কয়েল সার্কিট এর সা
সিরিজে থাকে এবং প্রেসার কয়েল প্যারালালে থাকে।

ওয়াট আওয়ার বা এনার্জি মিটার : বৈদ্যুতিক এনার্জি সাধারনত ওয়াট
আওয়ার বা কিলোওয়াট আওয়ার মিটার দ্বারা পরিমাপ
 করা হয়। এই
যন্ত্রের পাঠ হইতে সাধারনত মাসিক বৈদ্যুতিক বিল তৈরী করা হয়।

 Current Source কি?
উত্তর: Current Source : Current Source এমন একটি
উৎস, যাহা লোড রেজিস্ট্যান্স এর পরিবর্তন যাহাই হউক না কেন।
উহার প্রান্তদ্বয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমান কারেন্ট বিতরন করে।
Generally, Current Source এর internal Resistance
infinite.


Voltage Source কি?
উত্তর: Voltage Source : Voltage Source এমন একটি
উৎস যাহা লোড রেজিস্ট্যান্স এর মানের উপর নির্ভর না করেই উহার
প্রান্তদ্বয়ে নির্দিষ্ট পরিমান ভোল্টেজ পাওয়া যায়। একটি Battery কে
স্থির Voltage Source হিসেবে ধরা যায়। Generally,
Voltage Source
এর internal
Resistance
Approximately Zero. কিন্তু বাস্তবে উহার খুবই কম মানের
internal Resistance থাকে ।


বর্তনী কী

উত্তর: বৈদ্যুতিক বর্তনী : কারেন্ট কোন উৎস হইতে বের হইয়া
নির্দিষ্ট পথ অতিক্রম করার পর যদি পুনরায় সেই উৎসে ফিরে আসে।
। বিদ্যুৎ চলার এই পথকে বর্তনী বলে।
ইহা তিন প্রকার যথা :
(১) সিরিজ সার্কিট
(২) প্যারালাল সার্কিট (৩) মিশ্র সার্কিট


আদর্শ সার্কিট এর উপাদান কয়টি ও কি কি?

উত্তর: আদর্শ সার্কিট এর উপাদান ৫ টি -
(i) বৈদ্যুতিক উৎস
(iii) নিয়ন্ত্রন যন্ত্র / সুইচ
(v) রক্ষন যন্ত্র
(ii) পরিবাহী
(iv) ব্যবহার যন্ত্র / লোড
(V) রক্ষণযন্ত্র


সিরিজ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয় কেন?

উত্তর : সিরিজ সার্কিটে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স এর মান ক্যাপাসিটিভ
রিয়্যাকট্যান্সের মানের চাইতে বেশি হলে পাওয়ার ফ্যাক্টর এর মান
ল্যাগিং হয়।


Electrical viva question