তড়িৎ প্রকৌশল বিষয়ে চাকরীর পরীক্ষার ভাইভা প্রস্তুতি
বিভিন্ন ধরনের পরীক্ষায় ইলেকট্রিক্যাল পদে চাকরি পরীক্ষার ভাইভা প্রস্তুতির জন্য যে বিষয়গুলো আসতে পারে
কারেন্ট কি?
উত্তর: কারেন্ট : পরিবাহীর মধ্যকার মুক্ত ইলেকট্রন সমুহ একটি
নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। ইহাকে "I"
(আই) দ্বারা প্রকাশ করা হয় । কারেন্টের একক অ্যাম্পিয়ার (Amp.)
অ্যাম্পিয়ার কি?
উত্তর: অ্যাম্পিয়ার : কোন পরিবাহী বা তারের যে কোন একটি
অংশের মধ্য দিয়া যদি এক কুলম্ব চার্জ এক সেকেন্ড ধরিয়া প্রবাহিত
হয় তবে উক্ত পরিমান চার্জকে এক অ্যাম্পিয়ার বলা হয় ।
ভোল্টেজ কি?
উত্তর: ভোল্টেজ : পরিবাহীর পরমানুগুলির ঋণাত্বক কনিকা বা
ইলেকট্রন সমুহকে স্থানচ্যুত করিতে যে বল বা চাপের প্রয়োজন হয়,
সেই বল বা চাপকে বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। ইহাকে
"V" (ভি) দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজের একক ভোল্ট ।
ভোল্ট কি?
উত্তর: ভোল্ট : যদি কোন পরিবাহীর এক স্থান হইতে অন্যস্থানে এক
কুলম্ব বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করিতে এক জুল কাজ সম্পন্ন হয়,
তবে ঐ দুই স্থানের বিভব পার্থক্যকে এক ভোল্ট বলে ।
পরিবাহীর মধ্য দিয়া কারেন্ট প্রবাহিত হওয়ার
সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারনে উহা বাঁধা গ্রস্থ
হয় উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকেই রেজিষ্ট্যান্স বা রোধ বলে। ইহাকে R
দ্বারা প্রকাশ করা হয় । ইহার একক ওহম (52).
ওহম কি?
উত্তর: ওহম: কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি এক
ভোল্ট হয় এবং উহার মধ্য দিয়া এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত
হয় তবে উক্ত পরিবাহীর রেজিষ্ট্যান্স হইবে এক ওহম। ইহাকে Q
দ্বারা প্রকাশ করা হয়।
Voltmeter কি?
উত্তর: Voltmeter : Voltmeter দ্বারা কোন লোড এর অথবা
কোন লাইন এর Voltage measure করা হয়, উহা লোড এর
সাথে Parallel এ সংযোগ করতে হয়। কেননা উহার internal
resistance অত্যন্ত বেশী।
Ammeter কি?
উত্তর: Ammeter : Ammeter দ্বারা কোন লোড এর মধ্যে দিয়া
প্রবাহিত কারেন্ট অথবা কোন বৈদ্যুতিক লাইন এর কারেন্ট
measure করা হয়। Ammeter এর internal Resistance
খুবই কম, i.c Zero. তাই Ammeter কে লোড এর সাথে সিরিজ এ সংযোগ করা হয়।
ওয়াটমিটার কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন