Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৪/০৯/২০২২

লেখকদের প্রথম উপন্যাস সম্পর্কে জেনে নিন

 প্রথম তা নিচে দেয়া হলো 

প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: আলালের ঘরের দুলাল

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রথম উপন্যাস কোনটি? 

উত্তর : দুর্গেশনন্দিনী


রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম উপন্যাস কোনটি? 

উত্তরঃ বৌঠাকুরাণীর হাটকাজী নজরুল ইসলাম এর প্রথম উপন্যাস কোনটি? 

বাঁধন-হারা


বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর প্রথম উপন্যাস কোনটি? 

পথের পাঁচালী


মানিক বন্দ্যোপাধ্যায় এর প্রথম উপন্যাস কোনটি? 

জননী


শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রথম উপন্যাস কোনটি 

বড়দিদি


জহির রায়হান এর প্রথম উপন্যাস কোনটি? 

তৃষ্ণা


সৈয়দ ওয়ালীউল্লাহ এর প্রথম উপন্যাস কোনটি? 

লালসালু


মীর মশাররফ হোসেন  এর প্রথম উপন্যাস কোনটি? 

রত্নবতী


আখতারুজ্জামান ইলিয়াস এর প্রথম উপন্যাস কোনটি? 

চিলেকোঠার সেপাই


আবু ইসহাক এর প্রথম উপন্যাস কোনটি? 

সূর্য-দীঘল বাড়ী


আলাউদ্দিন আল আজাদ এর প্রথম উপন্যাস কোনটি? 

তেইশ নম্বর তৈলচিত্র


আবুল ফজল এর প্রথম উপন্যাস কোনটি? 

চৌচির


সৈয়দ শামসুল হক এর প্রথম উপন্যাস কোনটি? 

এক মহিলার ছবি


স্বর্ণকুমারী দেবী প্রথম উপন্যাস কোনটি? 

দীপ নির্বাণ


হরপ্রসাদ শাস্ত্রী প্রথম উপন্যাস কোনটি? 

কাঞ্চনমালা


সিকান্দার আবু জাফর এর প্রথম উপন্যাস কোনটি? 

মাটি আর অশ্রু


রোকেয়া সাখাওয়াত হোসেন উপন্যাস কোনটি? 

পদ্মরাগ


সেলিনা হোসেন প্রথম  উপন্যাস কোনটি? 

জলোচ্ছ্বাস


আল মাহমুদ এর প্রথম উপন্যাস কোনটি? 

ডাহুকী


নীলিমা ইব্রাহিম প্রথম উপন্যাস কোনটি? 

বিশ শতকের মেয়ে


আনোয়ার পাশা প্রথম উপন্যাস কোনটি? 

নীড় সন্ধানী


হুমায়ুন আজাদ প্রথম উপন্যাস কোনটি? 

ছাপ্পান্ন হাজার বর্গমাইল


হাসান আজিজুল হক এর প্রথম উপন্যাস কোনটি? 

আগুন পাখিহুমায়ূন আহমেদ এর প্রথম উপন্যাস কোনটি? 

নন্দিত নরকে


কাজী আবদুল ওদুদ এর প্রথম উপন্যাস কোনটি? 

নদী বক্ষে 


শহীদুল্লা কায়সার এর  প্রথম উপন্যাস কোনটি? 

সারেং বউ


শামসুর রাহমান এর প্রথম উপন্যাস কোনটি? 

অক্টোপাস


শওকত ওসমান এর প্রথম উপন্যাস কোনটি? 

বনি আদম 


রশিদ করিম এর প্রথম উপন্যাস কোনটি? 

উত্তম পুরুষ 


অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর প্রথম উপন্যাস কোনটি? 

বেদে 


আবু রুশদ এর প্রথম উপন্যাস কোনটি? 

এলোমেলো 


আব্দুল গাফফার চৌধুরী এর প্রথম উপন্যাস কোনটি? 

চন্দ্রদ্বীপের উপখ্যান 


আহমদ ছফা এর প্রথম উপন্যাস কোনটি? 

 সূর্য তুমি সাথী 


ইমদাদুল হক মিলন  এর প্রথম উপন্যাস কোনটি? 

দুঃখ কষ্ট 


দিলারা হাসেম  এর প্রথম উপন্যাস কোনটি? 

ঘর মন জানালা


আবদুল্লাহ আল মামুন এর প্রথম উপন্যাস কোনটি?

 মানব তোমার সারা জীবন


বুদ্ধদেব বসু এর প্রথম উপন্যাস কোনটি? 

সাড়া


ইসমাঈল হোসেন সিরাজী এর প্রথম উপন্যাস কোনটি? 

তারাবাঈ

শওকত আলীর প্রথম উপন্যাস কোনটি? 

পিঙ্গল আকাশ