মোটর কি ? মোটর কত প্রকার ও কি কি ? মোটরের মূলনীতি লিখ।
মোটরযে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যাত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাহাকে মোটর বলে।
মোটর দুই প্রকার । যথাঃ
১. এসি মোটর।
২. ডিসি মোটর।
ডিসি মোটর কে আবার তিন ভাগে ভাগ করা যায়
১.সিরিজ মোটর
২.শান্ট মোটর।
৩. কম্পাউন্ড মোটর।
মোটরের মূলনীতি
একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে কোন বিদ্যুৎ পরিবাহী রাখলে এই পরিবাহীতে ঘূর্ণন বা যান্ত্রিক শক্তির উদ্ভব হয়।
এই নীতির উপর মোটর কাজ করে । ইহাই মোটরের মূলনীতি ।
No comments:
Post a Comment