সেমিকন্ডাক্টর ডায়োড কি ? ইহার বৈশিষ্ঠ্য গুলি লিখ।


সেমিকন্ডাক্টর ডায়োড: একটি P টাইপ এবং একটি N টাইপ সেমিকন্ডাক্টর একসাথে সংযোগ দিলে যে ডিবাইসের সৃষ্টি হয় তাকে

সেমিকন্ডাক্টর ডায়োড বলে । ইহকে পি-এন জাংশন ডায়োড বা ক্রিষ্টাল ডায়োড ও বলে ।


সেমিকন্ডাক্টর ডায়োড এর বৈশিষ্ট্যঃ

সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োডের বেরিয়ার পটেন শিয়াল Vo = 0.7 Volt

জার্মেনিয়াম পি এন জাংশন ডায়োডের বেরিয়ার পটেশিয়ান Vo = 0.3 Volt

ফরোয়ার্ড বায়াস প্রয়োগ করিয়া ডায়োডকে এসি থেকে ডিসিতে রূপান্তরিত করা যায়।

রিভার্স বায়াস প্রয়োগ করিলে ইহা খোলা সুইজ হিসাবে কাজ করে ।


সেমিকন্ডাক্টর


Previous Post Next Post