আদিকাল থেকেই মানুষ বিভিন্ন বর্ষ বা জয়ন্তী উদযাপন করে আসছে।আপনি কি জানেন  এসকল বর্ষপূর্তি ও জয়ন্তী উৎসব রীতি কিভাবে এলো?চলুন জেনে নেয়া যাক।

ঠিক বর্ষ পূর্তির শুরুর সময়কাল বলা কঠিন তবে এতোটুকু জানা যায় ইসরায়েলে প্রতি সাত বছর পর পর এই উৎসব পালন করা হতো।প্রতি সাত বছর পর পর যে উৎসব হতো তার নাম ছিল  sabbatical বর্ষ। এসময়টাতে অর্থাৎ সাত বছর পর পর নির্দিষ্ট সময়কাল পর্যন্ত কৃষক তাদের জমি ফেলে রাখতো।চাষ করতো না এবং এসময়ে দাসদের মুক্তি দেয়া হতো।এবং এই সপ্তম বছরের সাতটি চক্র সম্পূর্ণ করে পঞ্চাশ বছরের  আরেকটি  উৎসব পালন করা হতো।নাম ছিল jubilee ।জুবিলি হিব্রু শব্দ যার অর্থ বছর।

রোমান ক্যাথলিক রীতি অনুযায়ী প্রতি পঞ্চাশ বছর পর পর পাপের শাস্তি ও ক্ষমার উৎসব পালন করা হতো। 


কোন জয়ন্তী বা কোন বর্ষপূর্তি উদযাপনকে কি নামে ডাকা হয় জেনে নিন।

ইংরেজিতে বর্ষপূর্তি উৎসবের নাম দেয়া হলো

ক. ১৫ বছর পূর্তিকে বলা হয় ব্রোঞ্জ জুবিলী 

বাংলায় বলে 

খ. প্রতি ২৫ বছর  পূর্তিকে বলা হয় সিলভার জুবিলি

বাংলায় বলে রজত জয়ন্তী 


গ. ৪০ বছর পূর্তিকে বলে রুবি জুবিলী 

বাংলায় বলে রুবি জয়ন্তী 

ঘ. ৫০ বছর পূর্তিকে ইংরেজিতে বলে গোল্ডেন জুবিলী 

বাংলায় বলে সুবর্ণ জয়ন্তী 


ঙ. ৬০ বছর  পূর্তিকে বলে ডায়মন্ড জুবিলী 

বাংলায় বলে হীরক জয়ন্তী 


চ. ৬৫ বছর পূর্তিকে বলে স্যাফিরে জুবিলী 

ছ. ৭০ বছর পূর্তিকে বলে প্লাটিনাম জুবিলী 

বাংলাতেও  প্লাটিনাম বর্ষ বলে


জ. ১০০ বছর পূর্তিকে বাংলায় বলে শতবর্ষ পূর্তি জয়ন্তী 

ইংরেজিতে বলে সেনটেনিয়াল

ঝ. ১৫০ বছর পূর্তিকে বাংলায় বলে সার্ধশত বর্ষ জয়ন্তী

ইংরেজিতে বলে সেসকুইসসেন্টেনিয়াল 

ঞ. ২০০ বছর পূর্তিকে বাংলায় বলে দ্বিশত বর্ষ জয়ন্তী

ইংরেজিতে বলে  বাইসেন্টেনিয়াল। 


celebrations


Previous Post Next Post