Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২০/০৯/২০২২

হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি

 


কালক্রমে মানুষের ভাষা, বিশ্বাস, আচার,রীতিনীতি  তথা সংস্কৃতির পরিবর্তন হয়।এক প্রজন্ম যেতে না যেতে আরেক প্রজন্মের মধ্যে পছন্দ অপছন্দের ফারাক লক্ষ্য করা যায়। শহরের প্রভাব যেমন শহরতলীতে লাগে তেমন বিশ্বায়নের এ যুগে আকাশ সংস্কৃতির এই যুগে পল্লীতেও শহুরে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আমাদের বাপ দাদারা যেসব নাচ,গান খেলাধূলা করে গেছেন তা আমরা ধরে রাখিনি। আবার আমরা যেসব খেলাধূলা পছন্দ করি পরবর্তী প্রজন্ম সেটা হয়ত করবে না।তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির নামগুলো।


হারিয়ে যাওয়া নাচ, গান, খেলা ও নকশা চিত্র 

হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের পল্লী নাচের নাম 

 হারিয়ে যাওয়া নৃত্য


লোকনৃত্য

লোকনৃত্যের প্রকৃতি ও প্রকারভেদ

 জারিনাচ,  বাউলনাচ, ফকিরনাচ , চেলানাচ,  ঘাটুনাচ, সারিনাচ, ছোকরানাচ , খেমটানাচ , লাঠিনাচ,  ঢালিনাচ 

রায়বেঁশেনাচ , ডাকনাচ , বলীনাচ 




হারিয়ে যাওয়া  চিত্র ও নকশা

হারিয়ে যাওয়া পটচিত্র

লোকচিত্রের নাম, নকশী কাঁথা , নকশী

পাখা,  নকশী পাটি , নকশী শিক। , নকশী পিঠা, নকশী

ছাঁচ , নকশী পুতুল , আলপন। — মেঝের আলপনা, দেওয়াল চিত্র

কুলাচিত্র, পিঁড়িচিত্র, সরাচিত্র , ঘটচিত্র , পটচিত্র , মুখোশচিত্র

, দারুচিত্র , অঙ্গচিত্র 



হারিয়ে যাওয়া পল্লীর গ্রামের খেলাধূলা 

লৌকিক খেলাধূলা


হাডুডু , ৰউছি , গোল্লাছুট , দাড়িয়৷ বান্ধ৷ , নুনতা ,

চিক্ক,    ডাংগুলি,  গাইগোদানি, 

সেলিঝাপট, চামড়ি খেলা , লাঠিখেলা , এক্কা দেক্কি।

কানামাছি , রুমালচুরি , বউরানী , কড়িখেলা 

খুঁটিখেলা, ছি-ছত্তর , কুমীর কুমীর খেলা, বাঘবন্দী,

ষোলঘুঁটি,  নৌকাবাইচ, হেলিডুগ খেলা, নাই খেল৷

, তইতই খেলা, পানিঝুপ। , ইকড়ি মিকড়ি ,

আগডুম বাগডুম, ঘূর্ণি খেলা , রাজার কোটাল,  ব্যাঙের

মাথ৷,  ধাঁধার খেলা , কাদামাটি খেলা, ঢোপের খেল৷

, পাত৷ খেলা, চুঙ্গ খেলা