টিনের ধর্ম ও ব্যবহার লিখ।
টিনের ধর্ম
১) টিনের রং সাদা,
২)এর গলনাঙ্ক 232° সে., স্ফুটনাঙ্ক 2260° সে.
৩) এর ঘনত্ব 7.29
৪) টিনের ঘাতসহতা গুণ বেশি,
৫) সাধারণত মুক্ত বায়ুতে এর কোন বিক্রিয়া হয় না,
৬) টিন হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত হয় না।
টিনের ব্যবহার (Uses of tin):
১) সংকরের উপাদান হিসেবে টিন ব্যবহৃত হয়,
২) গৃহস্থলি তৈজস পত্র তৈরিতেও টিন ব্যবহৃত হয়,
৩) প্রলেপ প্রদানের কাজে টিন ব্যবহৃত হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন